মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : ৬ বছরের জন্য বহিষ্কৃত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক! কেন এমন সিদ্ধান্ত কংগ্রেসের?

Lok Sabha Election 2024 : General Secretary of Congress expelled for 6 years! Why such a decision of Congress?

The Truth Of Bengal :  বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি :  হাতে আর মাত্র কয়েকদিন তার পরেই দার্জিলিং লোকসভা নির্বাচন। যদিও প্রচারে কোন খামতি রাখছেন না রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলো। তবে তারই মাঝে দার্জিলিং লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের কথা জানিয়েছেন। রাজু বিস্তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এরপরেই শোরগোল পড়ে যায় পাহাড়ের রাজনৈতিক মহলে। এবং অস্বস্তিতে কংগ্রেস। বিনয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় দল। বিনয় তামাং প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে ছিলেন। দলীয় পদ থেকে ইস্তফা না দিয়ে এমনকী দলত্যাগ না করেই বিনয় তামাং রাজু বিস্তাকে সমর্থন করায় ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে কংগ্রেস।

বিনয় তামাং বিজেপি বা তাঁর পুরোনো দল গোর্খা জনমুক্তি মোর্চায় ফিরে যাবেন কী না তা ঘোষণা করেননি। তবে ভোটের ঠিক আছে বিনয় তামাংকে বহিষ্কার করায় কতটা পাহাড়ে প্রভাব পড়ে সেটাই দেখার বিষয়। তাহলে কি পাহাড়ে ফের নয় সমিকরণ!

Related Articles