Lok Sabha Election 2024 : রেখা পাত্রকে ঘিরে মহিলাদের প্রশ্ন, মেজাজ হারালেন বিজেপি প্রার্থী
Lok Sabha Election 2024: BJP candidate lost his temper on women's question surrounding Rekha Patra

The Truth Of Bengal : বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। মঙ্গলবার খড়িডাঙা এলাকায় প্রচারে গিয়েছিলেন রেখা পাত্র। এরপর তাকে দেখে লাঠি নিয়ে তাড়া করে স্থানীয় লোকজন। মঙ্গলবার বসিরহাটের মাটিয়া থানা এলাকার খড়িডাঙা এলাকায় গিয়েছিলেন রেখা। সেখানে দু’পক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই গোলমালে ভেস্তে যায় রেখা পাত্রের কর্মসূচি।
রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভের ঘটনায় মহিলাদের উপস্থিতি ছিল বেশি। প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কে জড়ান বিজেপি কর্মী-সমর্থকরা। পরে শুরু হয় হাতাহাতি। কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় খড়িডাঙা এলাকা। গ্রামের মহিলারা রেখাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। সেই প্রশ্নে মেজাজ হারান রেখা পাত্র। গ্রামবাসীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি ঘোরালো হয়ে পড়লে নিরাপত্তারক্ষীরা দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান রেখা পাত্রকে।