মসনদের লড়াই
Lok Sabha Election 2024 : তৃতীয় দফায় নির্বাচনের আগে অনবদ্য প্রচারে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী
Lok Sabha Election 2024: BJP candidate Ashok Kandari in excellent campaign before the third phase of elections

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা।
সেই মতোই প্রত্যেক লোকসভা কেন্দ্রে একেবারে ঝাপিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস। বিজেপিকেও করা হচ্ছে তুলোধনা। বিজেপি ও সোচ্চার হচ্ছে পাল্টা প্রচারে। আজ সকালে জয়নগর রাধাবল্লভের মন্দিরে পুজো দিয়ে জয়নগর মিত্রগঞ্জ হাট ও বাজারে জনসংযোগ কর্মসূচি পালন করলো ডা: অশোক কান্ডারী।