Lok Sabha Election 2024 : বরাহনগরে তন্ময়ের সঙ্গে বচসা, দফায় দফায় তাপস কে ঘিরে বিক্ষোভ
Lok Sabha Election 2024 : Argument with Tanmoy in Barahnagar, protest around Tapas in stages

The Truth Of Bengal : সপ্তম দফা নির্বাচনে নটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। সকাল সকাল বুথে গিয়ে তৃণমূল কাউন্সিলর এর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। ভোটারদের প্রভাবিত করছেন বর্ষিয়ান এই সিপিএম প্রার্থী, এমনই অভিযোগ তোলেন তৃণমূলের কাউন্সিলর। তন্ময় ভট্টাচার্যকে দেখে প্রথমে চলে গো ব্যাক স্লোগান। এরপরই তৃণমূল কাউন্সিলর কে ধাক্কা মারেন বরাহনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি তৃণমূল এজেন্টকে ধমক দেওয়ার অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে।
শেষ দফা ভোটে দফায় দফায় বিক্ষোভের মুখে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। প্রথমে কাশীপুরে তারপর বেলগাছিয়া পরবর্তীতে সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের গড় বলা হয়। সেখানেও বিক্ষোপের মুখে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। প্রথম দফা নির্বাচন থেকে লাগাতার বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থীরা জগন্নাথ সরকার, দিলীপ ঘোষ, অর্জুন সিং থেকে শুরু করে হেভিওয়েট বিজেপি প্রার্থীদের বিক্ষোভের মুখে পড়ায় কার্যত অস্বস্তিতে রাজ্য বিজেপি।