Lok Sabha Election 2024 : লোকসভা নির্বাচনের আগে সিউড়ি তৃণমূল কার্যালয়ে হঠাৎ বৈঠক, কিন্তু কেন ?
Lok Sabha Election 2024 : A sudden meeting at the Siuri Trinamool office before the Lok Sabha elections, but why?

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : শনিবার সিউড়ি তৃণমূল কার্যালয়ে নির্বাচনী কমিটিদের নিয়ে বৈঠক করা হয়।সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বীরভূম লোকসভার প্রার্থী শতাব্দী রায় সহ বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন এই এই নির্বাচন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বীরভূম জেলার বিধায়করা বুথ সভাপতি সহ জেলার বিভিন্ন পদের সভাপতিরা। এদিন তৃণমূলের ভোট পরিকাঠামো নিয়ে রণকৌশল বেঁধে দিলেন। এদিন এই আলোচনায় যেখানে আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, “এই কমিটিতে নির্বাচন পরিচালনা কিভাবে করবে ? কারা কারা থাকবে ? সেই বিষয়ে আলোচনা করা হয়।
মূলত বীরভূম লোকসভার প্রচারে কাজল শেখ কে না দেখতে পাওয়ার প্রশ্নের উত্তর এড়িয়ে আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, “কাজল শেখকের অনুপস্থিতি থাকার কারণ আজকের দিনে তার পরিবারের সদস্য শহীদ হয়েছিলেন এবং মাটি দেওয়া হয়েছিল সেই কারণে আজকের দিনে তার বাড়ির লোক বাড়ির বাইরে পা রাখেন না তাই তিনি অনুপস্থিত। কিন্তু প্রচার করছেন তিনি।”