Lok Sabha Election 2024: মালদায় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারের সিদ্ধান্ত বাম নেতৃত্বের
Lok Sabha Election 2024: Left leadership decided to campaign for Congress candidate in Malda

The Truth Of Bengal: মালদা:- মালদার ২ লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে না বামেরা। কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করবে বাম নেতৃত্ব। মালদা কলেজ অডিটোরিয়ামে কর্মীসভা শেষে বললেন বিমান বসু। “আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করতে চাই। আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই। কংগ্রেস যখন তাদের সঙ্গে লড়াই করতে চায়। তাদের সাথে বোঝাপড়া হয়েছে, মানে এই মালদা উত্তর ও দক্ষিণে। দুইটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে এ আইসি থেকে প্রার্থী ঘোষণা করেছে।
ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে উত্তর দক্ষিণ কেন্দ্রে ঈশা খানই হোক আর মুস্তাক আলমই হোক তাদের পক্ষে জনগণের মধ্যে প্রচার করব। তৃণমূল হচ্ছে বিজেপির তোষণ। তৃণমূল বিজেপি দেশের মানুষকে নানান ভাবে বিরক্ত করতে চাইছে। যে ইলেকট্ররল ভোট রয়েছে সেই ইলেকট্ররল বন্ডে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পার্টি একটি রিজোউনাল পার্টি হওয়া সত্বেও জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি থেকে বেশি অর্থ পেয়েছে। তার একটা ব্যাপক অর্থ পেয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্রকে পরিচালনা করা বিদ্যুৎ সরবরাহ করা সংস্থা। সম্ভবত ৪শো ৪৪ কোটি টাকা।
তাই তারা জনগণের ওপর অতিরিক্ত সার্চ চার্জ বাড়াচ্ছে ক্যারিং বাড়াচ্ছে।তাই মানুষের সমস্যা দেখা দিচ্ছে। কথাগুলো বলতে চাই।আর তৃণমূল বিজেপি মানুষের বন্ধু না। মোদির গ্যারান্টির বিরুদ্ধে তৃণমূল যে গ্যারান্টি দিচ্ছে সব গ্যারান্টি হচ্ছে মানুষের মধ্যে চুপষে যাবে। দেশকে চরম পরিণতি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কারণ সেটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দর্শন। এই অবস্থায় দাঁড়িয়ে আছি। মালদায় দুটি আসনে বামপন্থীদের দায়িত্ব হবে জয় যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো।