Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ
Lok Sabha Election 2024: In the second phase, the list of candidates of the Left Front is published

The Truth Of Bengal: বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল। শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দলের বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেন। মহম্মদ সেলিম এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দলের প্রাক্তন সাংসদ অলোকেশ দাসকে। প্রার্থী তালিকায় নাম রয়েছে শ্যামলী প্রধানের। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কে নিয়ে। সিপিএম এবার তাকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে। এছাড়া বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে নতুন মুখ উঠে এসেছে। ওই কেন্দ্রের প্রার্থী করা হয়েছে সুকৃতি ঘোষালকে।
বামফ্রন্ট চেয়ারম্যানের বিমান বসু প্রার্থী তালিকা প্রকাশ করেন। বিমান বসুর সঙ্গে উপস্থিত ছিলেন বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের নেতারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন বিমান বসু। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়ার ঘটনায় কেন্দ্রকে নিশানা করেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ তাঁর।
মুর্শিদাবাদ – মহম্মদ সেলিম
রানাঘাট – অলোকেশ দাস
বোলপুর – শ্যামলী প্রধান
বর্ধমান-দুর্গাপুর – সুকৃতি ঘোষাল