মসনদের লড়াইরাজ্যের খবর

“আমি বিপিএল বিধায়ক”, রচনার প্রচার সেরে বিতর্কিত ফেসবুক পোস্ট মনোরঞ্জনের

"I am BPL MLA", Manoranjan's controversial Facebook post promoting essay

The Truth Of Bengal :  আবারও বিতর্কিত facebook পোস্ট তৃণমূলের বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। এবার তিনি ফেসবুকে লিখেছেন, তার বিধায়ক কাল তিন বছর অতিক্রান্ত হল। এখনো পর্যন্ত তিনি সম্পূর্ণ বিধায়ক হয়ে উঠতে পারলেন না। নিজেকে বিপিএল বিধায়ক বলে দাবি করেছেন ওই ফেসবুক পোস্টে। ওই ফেসবুক পোস্টে তার আক্ষেপ কেউ তাকে মানতে পারল না সম্পূর্ণ বিধায়ক হিসেবে। সেই সঙ্গে নিশানা করেছেন অনেককেই। কটাক্ষের সুরে এই বিধায়ক ফেসবুকে লিখেছেন, “আমার হাতের দশ আঙুলে বারো পনেরোটা সোনার আংটি নেই।”

 

প্রশ্ন উঠছে কাকে নিশানা করে এই ধরনের কটাক্ষমূলক মন্তব্য তাঁর। অবশ্য সরাসরি এই নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে হাতে দশ বারোটা সোনার আংটি উল্লেখ করার পিছনে যে কাউকে আক্রমণ করা হয়েছে তা স্পষ্ট। এছাড়াও মনোরঞ্জন লিখেছেন গলায় দশ তোলা সোনার চেন নেই। সেই সাড়ে ৩০০ টাকা দামের ফতুয়া প্যান্ট এ কেমন বিধায়ক? ফেসবুক পোস্টে এই বিধায়কের মন্তব্য পহেলা দর্শনধারি, পিছেতো গুণবিচারি!

মনোরঞ্জন ব্যাপারী আরো লিখেছেন, আমারও কখনো কখনো ভাবনা হয়েছে ‘আমার একটা লাখ টাকা মূল্যের সোনার চেইন গলায় ঝুলুক, হাতের সবকটি আঙুলে ঝকমক করুক সোনার আংটি কিন্তু দমে কুলায়নি।’ বহুবার ফেসবুকে বিতর্কিত পোস্ট করে খবরের শিরোনামে এসেছেন এই বিধায়ক। বহুবার দলের একাংশকে আক্রমণ করেছেন সামাজিক মাধ্যমে। বহুবার দল তাকে সতর্ক করেছে। তবে মনোরঞ্জন বেপারী যে নিজের জায়গায় অটল রয়েছেন তার এদিনের এই ফেসবুক পোস্ট আবার প্রমাণ করলো।

Related Articles