lok sabha election 2024: ৩৫ থেকে ৩০-এ নামল বিজেপি, বাংলায় কত আসন পাবে তৃণমূল?
lok sabha election 2024: How many seats will Trinamool get in Bengal

The Truth of Bengal: আগামী ১৯ এপ্রিল বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। সাত দফায় হবে নির্বাচন। বাংলায় মোট ৪২ টি লোকসভার আসন। নির্বাচনী ময়দানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম, কংগ্রেস সহ আরও অন্যান্য রাজনৈতিক দল। জোর কদমে চলছে দলীয় প্রার্থীদের সমর্থনে শীর্ষ নেতা-নেত্রীদের রাজনৈতিক সভা সমাবেশ। বিজেপি প্রার্থীদের সমর্থনে নরেন্দ্র মোদি, অমিত শাহরা বারে বারে ছুটে আসছেন বাংলায়। দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল ছুটে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ছুটে গিয়ে ভোটের রণকৌশল সাজাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে কে পেতে পারে কত আসন।
নাগরিকের চর্চায় নানান সংখ্যাতত্ত্ব উঠে এসেছে। আর নেতারা কী বলছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি দখল করে দিল্লির হাত শক্ত করার বার্তা দিয়েছিলেন অমিত শাহ। মাত্র কয়েক মাস আগেই ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তিনি। আর বুধবার সেই লক্ষ্যমাত্রা থেকে কমে এলেন ৩০ আসনে। বালুরঘাটের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ ঘোষণা করলেন বাংলা থেকে ৩০ আসনে দলের প্রার্থীদের জিতিয়ে আনার। মাস খানেকের ব্যবধানে কমে গেল পাঁচটি আসন।
তৃণমূল কংগ্রেসের কটাক্ষ সাত পর্বে ভোট চলতে চলতে এই সংখ্যাটা শূন্যে পৌঁছবে বিজেপির। রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বিজেপি বাংলায় ‘শূণ্য’ আসন পাবে। কমতে কমতে কমতে :শূন্যে’ পৌঁছাবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৩৫ টি বেশি আসন পাবে। বিজেপি দুই অঙ্কের সংখ্যা পেরোতে পারবে না। অমিত শাহ তার বক্তব্যে ৩৫ থেকে ৩০ সংখ্যায় নেমে এসেছেন। নির্বাচন যত এগোতে থাকবে নরেন্দ্র মোদী অমিত শাহরা আরও সভা করবেন বঙ্গের মাটিতে। ৩০ থেকে কী সেই সংখ্যাটা আরও কমতে থাকবে? সময় এর উত্তর দেবে।