মসনদের লড়াই

সুপ্রিম নির্দেশে চাপে নির্বাচন কমিশন, এবার কমিশনকে যা করতেই হবে

Election Commission pressured by Supreme directive

The Truth of Bengal: দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ১৩ মে চতুর্থ দফার নির্বাচন। আর এই চতুর্থ দফা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনকে। কোন লোকসভা কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল তা ঘোষণা করতে ঢিলেমি করা যাবে না। ভোট শেষের ৪৮ ঘন্টার মধ্যে জানাতে হবে ভোটের হিসাব। সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। প্রথম দফার পর ১১ দিন বাদে ভোটের হার প্রকাশ করে কমিশন। যাতে অন্তিম হিসাবে নজিরবিহীনভাবে বেড়ে যায় ৫-৭ শতাংশ ভোট।

সেই নিয়ে মামলার প্রেক্ষিতে রায় সুপ্রিম কোর্টের। হঠাৎ করে শতাংশ বেড়ে যাওয়ায় বিরোধীরা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। এর পিছনে কোন ষড়যন্ত্র নেই তো এমন প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের এহেন আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কংগ্রেস থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়। কোনভাবেই ভোট নিয়ে যাতে সন্দেহ না থাকে তার নিশ্চিত করতে দাবি জানায় বিরোধী দলগুলি।

প্রথম থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসছে দেশের বিরোধীদল গুলি। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলী হেলনে চলছে এমন অভিযোগ উঠে এসেছিল। এরকম অভিযোগের মাঝেই প্রথম দফার নির্বাচনের ভোট শতাংশ ১১ দিন বাদে প্রকাশ করা এবং ভোট শতাংশ বেড়ে যাওয়ায় সন্দেহ প্রশ্ন সামনে আসে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। এই মামলায় সুপ্রিম নির্দেশে বিপাকে পড়ল কমিশন। এবার আর ভোটের শতাংশ প্রকাশে দেরি নিয়ে চলবে না। ভোটের শতাংশ হার প্রকাশ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই।

Related Articles