মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত নেতাকে পাশে নিয়ে ভোট প্রচার বিজেপির সৌমিত্র খাঁয়ের

Lok Sabha Election 2024 : BJP's Soumitra Khan campaigned with the leader accused of inciting rape

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস, বাঁকুড়া:  আবারও বিতর্কের মুখে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার ইন্দাসে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার উপলক্ষে একটি মিছিল করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। এই মিছিলে প্রথম সারিতে বিজেপি প্রার্থী এবং ইন্দাসের বিধায়কের পাশে হাঁটতে দেখা যায় দলের সম্পাদকের পদ থেকে বহিষ্কার হওয়া সোনামুখীর বিজেপি নেত্রীকে ধর্ষণের ও মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া নেতা তরুন সামন্তকে।

সম্প্রতি সোনামুখীর এক বিজেপি নেত্রীকে দলের বড় পদ পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি নেতা তরুণ সামন্তের দিকে। চলতি বছরের ২৩ শে জানুয়ারি নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই বিজেপি নেত্রী। বিজেপি নেত্রীর স্বামী সোনামুখী থানায় অভিযোগ করে তার স্ত্রীকে মৃত্যুতে প্ররোচনা দেয়, তৎকালীন সময়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্ত। অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেফতারও করা হয়, পরে জামিনে মুক্তি পান ওই বিজেপি নেতা। গ্রেফতারের পর জেলা বিজেপির সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা জানিয়েছিলেন রাজ্যের নির্দেশে তরুণ সামন্ত যে পদে ছিল সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

এবার লোকসভা নির্বাচন দোরগোড়ায় আসতেই বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সাথে ভোট প্রচার করতে দেখা যায় অভিযুক্ত ওই বিজেপি নেতাকে। তারপরেই নিন্দা ও বিতর্কের ঝড় বিরোধী মহলে। প্রত্যেকেরই প্রশ্ন কিভাবে দলেরই এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া নেতাকে বিজেপি প্রার্থী দলীয় কর্মসূচিতে রাখেন। তবে বিরোধীরা মনে করছেন এটা সৌমিত্র খা ভোট প্রচারের জন্যই এই নিম্নমানের কাজ তিনি করেছেন।

সৌমিত্র খাঁয়ের দাবি ও তো এখনো দোষী নয় ওর থেকে সে জামিন পেয়েছে কেউ রাস্তায় হাঁটলে তাকে তো আর বাধা দেওয়া যায় না। দলের কোন পদে নেই কেউ যদি ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিলে হাটে সেটা আমার কিছু বলার নেই।

আর এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি বলেন , এই ধরনের লোক ছাড়া ওদের লোক নেই এরাই তো বিজেপির মুখ । বিজেপির যা কালচার সেই কালচার মেনেই ওরা কাজ করে চলেছে ।

অন্যদিকে বাঁকুড়া জেলা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জী বলেন , আমরা মহিলাদের মা দুর্গা হিসেবে দেখি । আর একজন নারীর সম্মান নষ্ট আত্মহত্যায় প্ররচনা দেওয়া সেই ধরনের মানুষকে নিয়ে মিছিল মিটিং করা ঠিক নয় । এটা যেমন বিজেপি কর্মীদের কাছে ভুল বার্তা যাবে তেমনি সমাজের কাছেও ভুল বার্তা যাবে বলে জানান তিনি ।

Related Articles