মসনদের লড়াই

Lok Sabha Elections 2024: ভোটে হিন্দু মহাসভা কাকে সমর্থন করবে? বাংলার ৪২ আসন নিয়ে কী বলছে হিন্দুত্ববাদীরা ?

Lok Sabha Elections 2024: Bengal Provincial Hindu Mahasabha Extends Full Support To BJP Candidates

The Truth of Bengal: বাংলার  ৪২ আসনে বিজেপি প্রার্থীকে সর্মথন  করবে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহসভা।  কলকাতায়  একটি সাংবাদিক বৈঠকে  সংগঠনের নেতৃত্ব জানান, রামমন্দির তৈরি, ৩৭০ ধারা রদের মতো তাঁদের দাবিগুলো পূরণ করেছে বিজেপি। তাই হিন্দু মহাসভার সদস্যরা  বিজেপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের তরফ থেকে , সনাতনী ধর্মালম্বীদের স্বার্থ সুরক্ষিত রাখার ডাক দেওয়া হয়।মোদি সরকার তাঁদের দাবিমতো কাজ করছে বলে কলকাতা প্রেস ক্লাবে স্পষ্ট করা হয়। এই ভোটের আগের সাংবাদিক সম্মেলন থেকে  যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে জয়ী করার অহ্বান জানানো হয় সংগঠনের তরফ থেকে।

কিছু ব্যক্তি হিন্দু মহাসভার নামে যে ভোটে দাঁড়িয়েছে তাঁদের সঙ্গে সংগঠনের কোনও যোগ নেই বলেও তাঁরা স্পষ্ট করেন।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত সংগঠনের সম্পাদক অনন্ত সিংহরায় বলেন, বঙ্গীয় হিন্দু মহাসভার দাবী দাওয়া ছিল যেমন  রাম মন্দির প্রতিষ্ঠা, ৩৭০ ধারা বিলোপ করা সহ জাতীয় স্বার্থের একাধিক দাবি। একমাত্র নরেন্দ্র মোদীর সরকার তা পূরণ করছে বলে  বঙ্গীয় হিন্দু মহাসভা মনে করছে। তিনি আরও বলেন, ‘বিশ্বের দরবারে ভারত বর্তমানে পঞ্চম স্থান অধিকার করেছে অর্থনৈতিক দিক থেকে, একমাত্র মোদী সরকারই এই সম্মান নিয়ে এসেছেন।’তবে বিজেপির বেশ কিছু নীতির বিরোধী এই বঙ্গীয় হিন্দু মহাসভা।

সংগঠনের দাবি, ‘বৃহত্তর  বর্তমানে বিজেপি শাসিত সরকারের  কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টি কেন্দ্রে বিজেপি সমর্থিত প্রার্থীদের নিঃশর্ত সমর্থন করার কথা জানিয়েছেন সংস্থার সভাপতি এবং সম্পাদক। কংগ্রেস অবশ্য ইতিমধ্যে প্রশ্ন তুলেছে,যে হিন্দু মহাসভা সাম্প্রদায়িক মুসলিম লিগের সমর্থন নিয়েছিল সেই হিন্দু মহাসভার সমর্থন নিতে কী বিজেপির মনে হচ্ছে না তাঁরা মেরুকরণের নীতিকেই শক্তিশালী করছেন।

Related Articles