শ্ৰমিকের মেয়ে আজ IAS অফিসার, জানুন কাহিনী
Worker's daughter is an IAS officer today, know the story

The Truth Of Bengal: মনে অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটা আবারও প্রমাণ করে দেখালেন হরিয়ানার কৃতি ছাত্রী অঙ্কিতা চৌধুরী। প্রথমবার ব্যর্থ হয়েও দ্বিতীয়বারের চেষ্টায় সারা ভারতের ইউপিএসসিতে ১৪ তে র্যাঙ্ক করে হারিয়ানার নাম উজ্জ্বল করলো এই মেধাবী ছাত্রী। মেয়ের সাফল্যে অত্যন্ত আনন্দিত পরিবার।
হরিয়ানার রোহতক এলাকার খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে অঙ্কিতা চৌধুরী। বাবা ছিলেন চিনিকলের হিসাব রক্ষক, মা ছিলেন একজন গৃহবধূ। মা-বাবার একমাত্র মেয়ে ছোট থেকেই ছিল অত্যন্ত মেধাবী। সে স্বপ্ন দেখতো একদিন নিজের পায়ে দাঁড়িয়ে একজন বড় আমলা হবে। রোহতকে অঙ্কিতা স্কুল জীবনের পড়াশুনো শেষ করার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হিন্দু কলেজে স্নাতকের জন্য ভর্তি হন। স্নাতক ডিগ্রী অর্জন করার পর স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের জন্য দিল্লিতে পড়াশুনা করতে যান। এরপর শুরু হয় কঠোর পরিশ্রম। দিল্লিতে IIT স্নাতকোত্তরে পড়াশুনা চলাকালীন জোর কদমে শুরু করেন UPSC সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি। কঠোর পরিশ্রমের মাধ্যমে একসঙ্গে স্নাতকোত্তর এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।
২০১৭ সালে প্রথমবার বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা অর্থাৎ UPSC পরীক্ষায় বসেন অঙ্কিতা। কিন্তু তিনি ব্যর্থ হন। এই সময় এক ভয়াবহ দুর্ঘটনায় অঙ্কিতা তার মাকে হারায়। কোনদিন কোন কিছুতে হার না মানা সেই লড়াকু মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু কয়েকদিনের মধ্যেই বাবার কথা ভেবে নিজেকে সামলে ফের UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। এরপর ২০১৮ সালে UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় বসলে সবাইকে চমকে ১৪ তম স্থান দখল করেন। বর্তমানে তিনি একজন সফল IAS অফিসার।
FREE ACCESS