নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি
The first solar eclipse of the new year, know the total solar eclipse new year

The Truth Of Bengal : ২০২৪ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পড়ছে বসন্তকালে। মহাজগতের অন্যতম বিরল মুহূর্তের মধ্যে পড়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যা দেখতে মুখিয়ে আছেন সাধারণ মানুষজন । এই সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকার ১৩টি রাজ্য থেকে। লক্ষাধিক মানুষ সাক্ষী হতে পারবেন এই সূর্যগ্রহণের । নাসা’র তরফ থেকে জানানো হয়েছে যে, এপ্রিল মাসের ৮ তারিখ উত্তর আমেরিকা থেকে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণটি । সকাল ১১টা ০৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। আমেরিকা ছাড়াও কানাডা ও মেক্সিকো থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই গ্রহণ অত্যন্ত বিরল।
- সূর্য গ্রহণ কি এবং কেনো পূর্ণ সূর্যগ্রহণ বিরল ?
চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন তাকে সূর্যগ্রহণ বলে। এ সময় পৃথিবীতে আসা সূর্যের আলো বাধাগ্রস্ত হয়। এবং পৃথিবীর উপর চাঁদের বড় ছায়া সৃষ্টি হয় । প্রায় প্রতি ১৮ মাসে, চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে যায়, যার ফলে পূর্ণ সূর্যগ্রহণ হয় । পূর্ণ সূর্যগ্রহণ-র সময় চাঁদ সূর্যের এতটাই পিছনে চলে যায় যে পৃথিবীতে অল্প সময়ের জন্য অন্ধকার নেমে আসে ।
- কবে এবং কখন হবে পূর্ণ সূর্যগ্রহণ ?
গ্রহণ শুরু হবে : দুপুর ২:১২ মিনিটে
গ্রহণ শেষ হবে- ৯ই এপ্রিল ২০২৪ সকাল ২:২২ মিনিটে।
বিজ্ঞানীরা পূর্ণ সূর্যগ্রহণ দেখার সময় বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন । সরাসরি তাকালে চোখের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এই কারণে বিজ্ঞানীরা বিশেষ চশমা পরতে বলেছেন, যারা দূরবীন, টেলিস্কোপ বা ক্যামেরার লেন্সের মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে চান তাঁদেরও সতর্ক করছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, গত সাত বছরে দ্বিতীয়বার এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে চলেছে । বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, পূর্ণ সূর্যগ্রহণের পথ উত্তর-পশ্চিম মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে দক্ষিণ-পূর্ব কানাডায় যাবে। সেই পথটি গড়ে ১১৫ মাইল (১৮৩ কিলোমিটার) প্রশস্ত হবে। মোট সূর্যগ্রহণ হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড।
Free Access