শিক্ষা

যোগব্যায়ামে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করার সুযোগ! জানুন বিস্তারিত

Opportunity to do a Post Graduate Diploma course in Yoga! Know the details

Truth Of Bengal: শরীরচর্চা করার প্রবণতা এখন বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে যোগব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যকর ভাবে জীবনযাপন করার প্রবণতা। রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যোগব্যায়ামে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করার সুযোগ আছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লাইফলং লার্নিং বিভাগ এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

২টি সেমিস্টারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করা যাবে যোগা প্রোগ্রাম ওভারভিউ নিয়ে। কোর্স করতে খরচ পড়বে ১৫ হাজার টাকা করে। মোট আসন সংখ্যা ৫১। এরমধ্যে ২৬টি আসন অসংরক্ষিত। ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে (১০+২+৩) প্যাটার্নে স্নাতক হতে হবে। স্নাতক স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। টাই হলে স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.buruniv.ac.in মারফত। ১৭ এপ্রিল প্রথম পর্যায়ের মেধা তালিকা প্রকাশ করা হবে। ওইদিন প্রথম পর্যায়ের অ্যালোকেশন তালিকা প্রকাশ করা হবে। নথিপত্র যাচাই করা হবে ২১-২৩ এপ্রিল। দ্বিতীয় পর্যায়ের অ্যালোকেশন তালিকা প্রকাশ করা হবে ২৪ এপ্রিল। নথিপত্র যাচাই করা হবে ২১ ও ২৮ এপ্রিল।