নতুন প্রজন্ম টাকা খরচ করে শিখতে চাইছে ইংরেজি , ভাষা দিবসে অবাক করা সমীক্ষা রিপোর্ট
New generation wants to spend money to learn English, surprise survey report on Language Day

The Truth Of Bengal : ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । যা বিশ্ব জুড়ে পালিত হবে । এমন পরিস্থিতিতে ভাষা শিক্ষা নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট । উল্লেখ্য, ১৩ থেকে ১৭ বছরের সকল স্কুল পড়ুয়ারা ইংরেজিকে দারুণ ভাবে রপ্ত করে নিতে চাইছে । আর এমন সমীক্ষা রিপোর্ট পেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সংস্থার । তারা জানান গোটা বিশ্বে বাংলা বা অন্য যেকোনও স্থানীয় ভাষার তুলনায় এখন ইংরেজির কদর অনেক বেশি । আর এই রিপোর্ট রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে শিক্ষাবিদদের।
উল্লেখ্য, বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। মার্কিন সমীক্ষকদের দাবি, সেখানে কম বয়সীদের ভিড় সবচেয়ে বেশি থাকে । মার্কিন যুক্তরাষ্ট্রের সমীক্ষা রিপোর্টে আরও বলা হয়েছে, ২০৩০সালের মধ্যে ইংরেজি শিক্ষার পিছনে ব্যয় হবে প্রায় ৭৭.৯ বিলিয়ান ডলার। অর্থাৎ ২০২৩ থেকে ২০৩০-র মধ্যে এই ভাষা শিক্ষার জন্য খরচ বাড়বে প্রায় ১১শতাংশ।
বিশেষজ্ঞদের দাবি করেন ইংরেজির ভাষা ব্যবহার করা হয় সরকারি কাজকর্মের জন্য । পাশাপাশি চিকিৎসাবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, রসায়নের মতো বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলির এবং উচ্চ শিক্ষার জন্যও ইংরেজি প্রয়োজনীয়তা অনস্বীকার্য । আর সেই কারণেই মাতৃভাষার পাশাপাশি ইংরেজির ভাষার প্রতি বেশি ঝোঁক বাড়ছে আগামী প্রজন্মের ।
Free Access