যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ফিজিক্সে ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ
Jadavpur University offers Diploma in Medical Physics

Truth of Bengal: মৌ বসু: রাজ্য তথা দেশবিদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে মেডিক্যাল ফিজিক্স পোস্ট এমএসসি ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ আছে। কোর্সের মেয়াদ ১ বছর। আগামী জুলাই মাস থেকে কোর্স শুরু হবে। আসন সংখ্যা ১০। তপশিলি পড়ুয়াদের জন্য আসন সংরক্ষিত থাকবে।
কমপক্ষে ৬০% নম্বর নিয়ে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তপশিলি পড়ুয়ারা নম্বরে ছাড় পাবেন। স্নাতক স্তরে পদার্থবিদ্যায় সাম্মানিক স্নাতক হতে হবে অথবা অন্যতম প্রধান বিষয় হিসাবে পড়ে থাকতে হবে। কোর্স ফি ১ লাখ ২০ হাজার টাকা। ২ কিস্তিতে দিতে হবে। জিএসটি অতিরিক্ত। ক্লাস হবে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
কীভাবে করবেন আবেদন
২৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://jadavpuruniversity.in এর মাধ্যমে। বিশদ তথ্যের জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইটের দিকে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ মারফত। ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ মে। ১৭-১৯ জুন ইন্টারভিউ নেওয়া হবে।