শিক্ষা

কত সালে প্রথম লোকসভা নির্বাচন হয়? ‘তিজ’ কোন রাজ্যের উৎসব? জানুন অজানাকে

In which year were the first Lok Sabha elections held? 'Teej' is the festival of which state? Know the unknown

Truth Of Bengal: রাজু পারাল (বিশিষ্ট শিক্ষাবিদ): “জানবো এবার জগৎটাকে” সাধারণ জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। এই ক্ষেত্রে নিজের জ্ঞানকে যতটা বাড়ানো যায় ততটাই মঙ্গল। বর্তমানে, বিভিন্ন সরকারি চাকরিতে ( কেন্দ্রীয় ও রাজ্য ) ‘সাধারণ জ্ঞান’ একটা অত্যাবশ্যক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই অন্যান্য বিষয়ের মত এই বিষয়টাকেও সমান গুরুত্ব দিয়ে জানতে হবে, বুঝতে হবে।

উদ্ভিদের ‘প্রাণ পদার্থ’ কোনটি ?
= প্রোটোপ্লাজম

ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয় ?
= ১৫২৯ সালে

‘দেহ প্রহরী কোষ’ কাকে বলে ?
= শ্বেত রক্ত কণিকা – কে

‘গুরুনানক ট্রফি’ – কোন খেলার সঙ্গে যুক্ত ?
= মহিলা হকি

শিবাজী উৎসব – কে চালু করেন ?
= বাল গঙ্গাধর তিলক

মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরী হয় ?
= যকৃতে

কোন দেশের পতাকার রঙ সবুজ ?
= লিবিয়া

বিশ্ব নৃত্য দিবস কবে পালিত হয় ?
= ২৯ এপ্রিল

পাবলো পিকাসো – কোন দেশের চিত্রশিল্পী ?
= স্পেন

‘ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাদেমি’ কোথায় অবস্থিত ?
= দেরাদুন

‘আন্তর্জাতিক অরন্য দিবস’ কবে পালিত হয় ?
= ২১ মার্চ

পেরালামডি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
= গলফ

‘ বেদ ভাষ্য ‘ কে রচনা করেন ?
= দয়ানন্দ সরস্বতী

‘অচানকমার অভয়ারন্য’ কোথায় অবস্থিত ?
= মধ্যপ্রদেশ

‘জাতীয় পরিসংখ্যান দিবস’ কবে পালিত হয় ?
= ২৯ জুন

‘হেমাটোলজি’ কি সংক্রান্ত পড়াশোনা ?
= রক্ত সম্পর্কিত

‘ দাতমা অভয়ারণ্য ‘ ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
= বিহার

‘পাইরোফোবিয়া’ কি ?
= আগুন হতে ভয়

সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
= সিমলা

নাগার্জুন সাগর বাঁধ – কোন নদীর ওপর অবস্থিত ?
= কৃষ্ণা

সূর্যের কাছের গ্রহ কোনটি ?
= বুধ

‘ ফোকেটিং ‘ কোন দেশের সংসদ ?
= ডেনমার্ক

কত সালে প্রথম লোকসভা নির্বাচন হয় ?
= ১৯৫২ সালে

অপর্ণা পোপাট – কোন খেলার সঙ্গে যুক্ত ?
= ব্যাডমিন্টন

পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ?
= লিয়াকত আলি খান

‘ রাম ও রহিম ‘ অভিন্ন কার উক্তি ?
= কবির

কলকাতায় জাতীয় গ্রন্থাগার কবে নির্মিত হয় ?
= ১৮৩৫ সালে

ক্ষেত্রী তাম্রখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
= রাজস্থান

রাবার প্রস্তুত প্রণালীকে কি বলে ?
= ভলকানাইজেশন

‘ লা মিজারেবল ‘ কে রচনা করেন ?
= ভিক্টর হুগো

গুরুখালি – কোন রাজ্যের লোকনৃত্য ?
= হিমাচল প্রদেশ

‘ তিজ ‘ কোন রাজ্যের উৎসব ?
= রাজস্থান

‘ওজাপলি’ কোন রাজ্যের নৃত্যকলা ?
= আসাম

Related Articles