বালির বিকল্পের সন্ধান দিলেন বাঙালি বিজ্ঞানী সৌরদীপ

The Truth Of Bengal, Mou Basu: বিজ্ঞান ক্ষেত্রে ফের বাঙালির জয়ডঙ্কা বাজল। নির্মাণ শিল্পে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল বালি। কিন্তু প্রাকৃতিক ভাবে নদীর পাড়, সমুদ্র সৈকত, মরুভূমি থেকে বালি যথেচ্ছাচার ভাবে তুলে তুলে আজ বালির ভাণ্ডার কমে আসছে। এই পরিস্থিতিতে বালির বিকল্পের সন্ধান দিলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-র বিজ্ঞানী সৌরদীপ গুপ্তর নেতৃত্বে একদল গবেষক। বালির বিকল্প হিসাবে তাঁরা এমন এক অভিনব মেটিরিয়াল তৈরি করেছেন যা দিয়ে অনায়াসে নির্মাণ করা সম্ভব।
যে’হেতু প্রাকৃতিক বালির পরিমাণ ক্রমশ কমে আসছে তাই আইআইএসসি’র সেন্টার ফর সাসটেইনেবল টেকনোলজিসের গবেষকরা এমন পদার্থের সন্ধান করছিলেন যাতে বালি ও নির্মাণ শিল্পের বর্জ্য তোলার সময় যে ইন্ডাস্ট্রিয়াল ফ্লু গ্যাস তোলা হয় তার কার্বন ডাই-অক্সাইড সঞ্চয় করে রাখা সম্ভব হয়। এই পদার্থ বালির বিকল্প হিসাবে ব্যবহারও করা যায়। এতে একদিকে যেমন পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে তেমনই নির্মাণেও কাজে লাগানো যাবে। সেন্টার ফর সাসটেইনেবল টেকনোলজিসের সহকারী অধ্যাপক সৌরদীপ গুপ্তর নেতৃত্বে গবেষণা চালানো হয়। নির্মাণ ক্ষেত্রে মাটি তুললে যে মাটি মেলে তার সঙ্গে কার্বন ডাই-অক্সাইড গ্যাস, লাইম আর সিমেন্ট মিশিয়ে অনেক টেকসই মেটিরিয়াল তৈরি করা সম্ভব হয়েছে। মাটির সঙ্গে বাইন্ডিং মেটিরিয়াল হিসাবে সিমেন্ট, ইট তৈরির চুল্লির ছাই, ফ্লাই অ্যাশ মিশিয়ে থ্রি ডি প্রিন্টেবল মেটিরিয়াল তৈরি করা সম্ভব হয়েছে।