শিক্ষা

বাইজুস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে লুক আউট নোটিস ইডির

ED's look out notice against Byjus founder

The Truth Of Bengal : এডুকেশন টেক সংস্থার দুনিয়ায় অন্যতম বড় নাম বাইজুস। আর সেই সংস্থার কাছে এবার গেল নোটিস । এবার আরও বিপাকে বাইজু’স এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রন । বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে বাইজুস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। দেশের বাইরে কোথাও যেতে পারবেন না রবীন্দ্রন । কেন্দ্রীয় সংস্থার তরফে একটি লুক আউট সার্কুলার জারি করা হয়েছে তার বিরূদ্ধে । এর আগেও ইডি একটি লুকআউট সার্কুল জারি করেছিল বাইজু’স- এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনের বিরুদ্ধে।আর সেই সার্কুলারে বলা হয়েছিল, রবীন্দ্রনের বিদেশে যাত্রার কোনও আভাস পেলে অভিবাসন কর্তৃপক্ষ তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবে। তবে ইডি- র নতুন করে জারি করা লুক আউট সার্কুলার অনুসারে, রবীন্দ্রনকে দেশের বাইরে যাওয়া থেকে আটাকানো যাবে।

  • বাইজু’স- এর সিইও রবীন্দ্রনের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে ?

২০২৩ সালের নভেম্বর মাসে বাইজু’স- এর পেরেন্ট কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছিল ইডি । পাশাপাশি রবীন্দ্রনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল আর্থিক তছরুপের। রবীন্দ্রনের বিরুদ্ধে ৯৩৬২.৩৫ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে । এছাড়াও , বিদেশি মুদ্রা বিনিয়োগের আইন লঙ্ঘন করার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল বাইজু’স- এর সিইও রবীন্দ্রনের বিরুদ্ধে।

এই তদন্ত চলাকালীন বাইজু’স- এর সিইও রবীন্দ্রন এবং থিঙ্ক অ্যান্ড লার্ন সংস্থার চিফ ফিন্যানসিয়াল অফিসারের বয়ানও রেকর্ড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তথাপি গত বছর এপ্রিল মাসে ইডি- র তরফে জানানো হয়েছিল তারা বিভিন্ন অপরাধমূলক নথি এবং ডিজিটাল ডেটা উদ্ধার করেছে।

Free Access