সম্পাদকীয়

যোগ্য দাবিদারই পেল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি

This year's Champions Trophy is a worthy contender

Truth Of Bengal: যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। সব বিভাগে বিশ্বীর সব দলকে টেক্কা দিয়ে কাপ জিতেছে রোহিত বাহিনী। ফাইনালের আগে কোনও হারেনি। অপরাজেয় থেকে বিশ্বচ্যাম্পিয়ন হল। একেই বলে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস। ফাইনালে ভারতকে ফেবারিট হিসেবে বাজি ধরেছিলেন বিশেষজ্ঞরা। ভারত যা ফর্মে আছে তাতে ফেবারিট না ধরার কোনও কারণ ছিল না।

কারণ সব ম্যাচ জিতে ফাইনালে পৌঁছনো ভারত টিম হিসেবে অত্যন্ত শক্তিশালী। তবে উল্টোদিকে নিউজিল্যান্ড থাকার কারণে কিছুটা চিন্তা ছিল। কারণ এই নিউজিল্যান্ডের কাছে এর আগে ফাইনালে হেরেছিল সৌরভের ভারত। ২০০০ সালে হারের সেই ক্ষত রয়ে গিয়েছিল এতদিন। এবার নেওয়া গেল মধুর প্রতিশোধ। তবে এবার নিউজিল্যান্ড টিমটি বেশ ভাল ছন্দে ছিল। কয়েক মাস আগে টেস্ট সিরিজে এই ভারতকে হোয়াইটঅয়াশ করেছিল নিউজিল্যান্ড। তাই ফাইনালে সেই নিউজিল্যান্ড কিছুটা হলেও ভারতের সামনে কাঁটা হয়ে ছিল।

তবে সেই কাঁটা উপড়ে ফেলতে কোনও সমস্যা হয়নি। আজ থেকে ২০ বছর আগে নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের মুখ দেখেছিল ভারত। নাইরোবিতে অনুষ্ঠিত সেই ম্যাচে মেন-ইন-ব্লুজদের ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছিল কিউয়িরা। অনবদ্য শতরান করেও ভারতকে জয় এনে দিতে পারেননি প্রিন্স অফ ক্যালকাটা। ক্রিস কেয়ার্নসের অনবদ্য অপরাজিত শতরান ভারতের ট্রফি জয়ের স্বাদ অপূর্ণ রেখেছিল। এই টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার আগে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনাল ম্যাচে ভারতকে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। এরপর সীমিত ওভারের ম্যাচেও ভারতকে হারিয়েছিল কিউয়িরা।

কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই ভারতীয় ক্রিকেটাররা যেন ছিলেন নিজেদের পারফরম্যান্সের টপ অর্ডারে। পাশাপাশি গোটা দলের ভারসাম্য এমনভাবে বজায় ছিল যে, কোনও কঠিন বাধাই ভারতের কাছে প্রতিবন্ধকতা গড়ে তুলতে পারল না। ফাইনাল ম্যাচেও তার ব্যতিক্রম হল না। গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ফলে ফাইনালে ফেবারিট ছিল ছিল টিম ইন্ডিয়া। সব বিভাগে নিউজল্যান্ডকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়স ট্রফি ঘরে নিয়ে এল ভারত।

Related Articles