সম্পাদকীয়

ভুল পথে ছিল না কলকাতা পুলিশ

Kolkata police was on the right track in rg kar case

Truth Of Bengal: আরজি কর-কাণ্ডে সিবিআই-এর তরফে দোষীর সর্বোচ্চ সাজা চাওয়া হলেও সিবিআই তদন্ত নিয়ে অনাস্থা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা দু’জনেই। ‘কলকাতা পুলিশ ৫ দিনে যা করেছে সিবিআই ৫ মাসে তা করতে পারল না।’ শিয়ালদা আদালতে শুনানিতে শেষ হতেই এমন কথা বললেন আরজি করের নির্যাতিতার মা। নির্যাতিতার মা বলেন, ‘একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব নয়। একটা হাসপাতালের জনবহুল হাসপাতাল। সেখানে কেউ একজন বাইরের এসে গেল হাসপাতালের কেউ জানতে পারল না এটা আমি মনে করি না। আমি মনে করি হাসপাতালের কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে। তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। যখন সবাই শাস্তি পাবে। তখন আমার মেয়ের আত্মা ও আমার মন শান্তি পাবে।’ আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার শুনানি শেষে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা বলেন, ‘এখন আমরা সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলছি না। আমরা প্রশ্নগুলি আদালতের সামনে রেখেছি। সেই প্রশ্নগুলি প্রকাশ্যে বলা যাবে না। কলকাতা পুলিশের ৫ দিনের তদন্তের ফল আজকে পাওয়া গেল। পরবর্তীতে সাপ্লিমেন্টরি চার্জশিট আসবে। তার ফলও পাওয়া যাবে। কলকাতা পুলিশ যেটা ৫ দিনে করল সেটা ৫ মাসে করতে পারছে না সিবিআই। ২ জনকে তো ছেড়েই দিল।’

আরজি কর-কাণ্ডে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল অভিযুক্ত সঞ্জয় রাইকে। তারপর এই মামলা কলকাতা পুলিশের হাত থেকে চলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। চূড়ান্ত তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে এই মামলায় নতুন কোনও দিক খুঁজে পায়নি সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির তরফে জানিয়ে দেওয়া হয়, এই ঘটনায় একমাত্র যুক্ত সঞ্জয় রাই। কলকাতা পুলিশ যে সব তথ্যপ্রমাণ জোগাড় করেছিল, তার বাইরে আলাদা কিছু করতে পারেনি সিবিআই। দেখা যায় কলকাতা পুলিশ যে পথে তদন্ত করছিল তাতে কোনও ভুল ছিল না। তাও সেই সময় সিবিআই তদন্তের দাবিতে সওয়াল হতে থাকে বিভিন্ন মহলে। এবার নির্যাতিতার বাবা-মা সেই সিবিআই-এর ওপর অনাস্থা প্রকাশ করে কার্যত কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিলেন।

Related Articles