
Truth of Bengal: ধ*র্ষণ একটি সামাজিক ব্যধি। বিচারালয় থেকে শুরু করে সাধারণ মানুষ মানে এইকথা। সমাজ থেকে কোনও ভাবে দূর হচ্ছেনা ধ*র্ষণ। তবে অবিজেপি শাসিত কোন ও রাজ্যে এমন ঘটনা ঘটলে হইহই করে ওঠে বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে মাঠে নেমে পড়ে। তবে বিজেপি শসিত উত্তর প্রদেশে ধ*র্ষণের ঘটনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই সেই রাজ্যর ঘটছে ন্যক্কারজনক ঘটনা। তবে অন্য বিজেপি শাসিত রাজ্যও পিছিয়ে নেই।
সেই সব রাজ্যের রাজ্যেও ঘটছে ধ*র্ষণ ও নারী নিগ্রহের ঘটনা। নিজেদের শাসনে থাকা রাজ্যে এমন ন্যক্কার জনক ঘটনা ঘটলে কোন ও প্রতিবাদ দেখা যায় না বিজেপি নেতা দের। তখন তাঁরা চুপ হয়ে যান। বিজেপি শাসিত গুজরাটে ৯২ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৪ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। অন্যদিকে, ওড়িশার জাজপুরে এক প্রৌঢ়র বিরুদ্ধে প্রতিবেশী এক শিশুকে ধ*র্ষণের অভিযোগ উঠেছে।
ন্যক্কারজনক এই ঘটনায় শিশুটির অবস্থা এখন আশঙ্কাজনক। তাকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকদিন আগে পুজো দিয়ে মন্দির থেকে ফেরার পথে ধ*র্ষণের শিকার হয়েছিলেন এক যুবতী। সঙ্গী হবু স্বামীকে মারধর করে গলায় ছুরি ধরে তাঁর সামনেই হবু স্ত্রীকে ধ*র্ষণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে এক ধ*র্ষণের সেই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
যা নিয়ে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। সেই ঘটনা থিতিয়ে যাওয়ার আগেই আবার ধ*র্ষণের ঘটনা। পরপর এই ঘটনায় ওড়িশার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীরা দাবি করেছে, রাজ্যে আইনের শাসন নেই। বিজেপি যেখানে অন্য রাজ্যের ঘটনা নিয়ে সমালোচনায় মুখর হয়, রাজ্যের সরকারকে কাঠগড়ায় তোলে, সেখানে নিজেদের শাসনে থাকা রাজ্যে ধ*র্ষণের ঘটনা নিয়ে কেন প্রতিবাদ করেন না? তাহলে বিজেপি কাছে ধ*র্ষণের ঘটনা কি এজেন্ডা ভিত্তিক? যেখানে ফায়দা আছে সেখানে প্রতিবাদ, যেখানে ফায়দা নেই সেখানে চুপ। প্রকাশ হয়ে যাচ্ছে বিজেপির এই দ্বিচারিতা।