দুর্গাপুজো ২০২৪

বিষাদের সুরে উমা বিদায়, গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনে বাড়ছে ভিড়

Uma farewell to the tune of sadness, the crowd is increasing at the Ganga Ghat idol Niranjan

Truth Of Bengal : মাধব দেবনাথ, নদিয়া : বিষাদের সুরে আগামীর অপেক্ষায় মাকে বিদায় জানাতে নদিয়ার নবদ্বীপের ফাসিতলা গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনে হাজির একাধিক পরিবারের দূর্গা প্রতিমা। পাশাপাশি এদিন শহরের দুই অন্যতম ঐতিহ্যবাহী প্রতিমারও নিরঞ্জন হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শহরের বিভিন্ন পথ ঘুরে ফাসিতলা গঙ্গার ঘাটে নিরঞ্জন হয় পোড়ামা প্রাঙ্গনের দূর্গা প্রতিমা, ও অভয় মাতার। কোন রকম অপ্রতিকর দূর্ঘটনা প্রতিরোধে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী।

প্রতিমা নিরঞ্জন করতে নবদ্বীপ থানার আইসি জলেস্বর তিওয়ারি সকলকে বিজয়ার শুভেচ্ছাও জানান। গঙ্গা থেকে কাঠামো তুলে নেওয়ার জন্য প্রশাসনের তরফে ছিলো ক্রেনের ব্যাবস্থাও। তবে আগামীকাল বেশিরভাগ বারোয়ারি পুজো তাদের দেবী প্রতিমা বিসর্জন করবেন। আর সেই কারণেই গঙ্গার ঘাট গুলিতে আজ থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ প্রত্যেক বছরই প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কারর না কারোর প্রাণ হারাতে হয়। সেই কারণেই প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা।

Related Articles