উমার বিদায় বেলায় সিঁদুর খেলায় মত্ত মহিলামহল, দেবীর কাছে প্রার্থনা অভয়ার বিচার
At the farewell of Uma, drunken women play vermilion, pray to the goddess Abhaya

Truth Of Bengal : মাধব দেবনাথ, নদিয়া : দেবীর শেষ বিদায়ের বেলায় দেবীকে বরণ করার মধ্যে দিয়ে সিঁদুর খেলায় মাতোয়ারা হলেন মহিলা সমিতির পুজো উদ্যোক্তারা। চোখের জলে উমাকে বিদায় জানালেও আবারো একটা বছরের অপেক্ষা। পঞ্জিকা মতে শনিবার কিছু জায়গায় নবমী পালন হলেও বেশ কিছু জায়গায় দশমীতে দেবীকে শেষ বিদায় জানাচ্ছেন অনেক পুজো উদ্যোক্তায়। সেই মতো নদীয়ার শান্তিপুরের ঠাকুরপাড়া বারোয়ারির সাথের পল্লীর মহিলা সমিতির পুজো উদ্যোক্তারাও উমাকে বিদায় জানানোর জন্য দেবীবরণের মধ্যে দিয়ে মেতে উঠলেন সিঁদুর খেলায়।
মহিলা সমিতির অন্যতম পুজো উদ্যোক্তা মিঠু মুখার্জির কথাই, এবছর তারা ১৫ বছরের পদার্পণ করেছে, প্রত্যেক মহিলারাই অক্লান্ত পরিশ্রম করে এই দুর্গা পূজো উৎসবকে লক্ষ্য করে। পঞ্জিকা মতে আজ তারা দশমী পালন করছেন, অর্থাৎ প্রতিমা নিরঞ্জনের আয়োজন করছেন তারা।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ৮৫ হাজার টাকা উপহার পেয়ে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং দুস্থ মানুষদের করেছেন বস্ত্র বিতরণ। আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও যদি অনুদানের অংক বাড়িয়ে দেয় তাহলে সামাজিক কাজে সেই অর্থ ব্যয় করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তবে উমার শেষ বিদায় বেলায় মন ভার মহিলা সমিতির মহিলাদের। যদিও দেবীর কাছে তাদের একটাই প্রার্থনা, অভয়ার বিচার হোক দেশের মঙ্গল এবং প্রত্যেকের সংসারের মঙ্গল করো মা।