ব্যবসা
Trending

‘আপনি কি নিজের কাজের জন্য লজ্জিত?’ – কর্মচারীদের সাথে অভব্য আচরণ বন্ধন ও কানাড়া ব্যাঙ্কের আধিকারিকের, সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো

The video of Bandhan and Canara Bank official misbehaving with employees, went viral on social media

The Truth Of Bengal : মাঝেমধ্যেই আমরা বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখতে পাই। তেমনি এবার আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ভিডিও থেকে স্পষ্ট কোম্পানির কর্মকর্তারা ঠিক কতটা দুর্ব্যবহার করেন তাদের কর্মচারীদের সাথে। ভাইরাল হওয়ার সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধন ব্যাংক এবং কানাড়া ব্যাংকের আধিকারিকরা নিজেদের লক্ষ্য পূরণ করার জন্য কর্মচারীদের তিরস্কার করছেন। নিজের অফিসারদেরকে অশ্লীল ভাষায় অপমান করছেন। এমনকি জুনিয়রদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে বন্ধন ব্যাংকের এক কর্মকর্তা তার জুনিয়র কর্মচারীর ওপর ক্ষিপ্রতার সাথে চিৎকার করছেন। কর্মচারী তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিলেও বন্ধন ব্যাংক এর সেই অফিসের চুপ করছেন না। তিনি বারবার প্রশ্ন করছেন, ‘আপনি কি নিজের কাজের জন্য লজ্জিত?’

অন্যদিকে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে কানাডা ব্যাংকের এক অফিসার তার কর্মচারীদের ওপর অতিরিক্ত সময় কাজ করা এবং কোম্পানির কাজের জন্য দায়বদ্ধ থাকার পরামর্শ দিচ্ছেন কর্মচারীদের। তবে তার ভাষা প্রয়োগে এমন কিছু শব্দ থাকছে যেগুলি রীতিমতো অপমান করছে তার কর্মচারীদেরকে। যেমন তিনি বলছেন, ‘আমি তোমার পরিবার সম্পর্কে চিন্তা করি না’। তিনি আরো বলেন, ‘আপনি যদি অতিরিক্ত সময় কাজে অংশগ্রহণ না করেন, একই সাথে ছুটি নিয়ে পরিবারের সাথে ভ্রমণ করতে যান তাহলে আপনার সাথে কি করা উচিত?’ তার বক্তব্য ব্যাংক তার কর্মচারীদের কে চাকরি দিয়েছে। পরিবারের সাথে ভ্রমণ করতে যাওয়ার জন্য এই চাকরি নয়। এরপরে তিনি সকলের উদ্দেশ্যে আরেকটি বার্তা দেন যে যদি সপ্তাহ অনুসারে শোন থেকে শনি কাজ না হয় শনিবার বা রবিবার যখন ছুটি থাকে তখন আপনি অফিসের বিভিন্ন কাজে সাড়া না দেন তাহলে আলাদা পরিস্থিতি তৈরি হবে। আলাদা ব্যবস্থা নেওয়া হবে। এবং সেটা প্রত্যেকের জন্য অর্থাৎ অফিসার প্রধান ব্যবস্থাপক হোক কিংবা এজিএম।

তবে এই দুটি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার নাগরিকদের মধ্যে রীতিমতো ক্ষোভের জন্ম হয়েছে। নেটিজেনদের বক্তব্য সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে এই ধরনের ব্যবহারের জন্য সেই অফিসারদেরকে বরখাস্ত করা উচিত। নানান ধরনের বক্তব্য ব্যাংকের এই শীর্ষ আধিকারিকদের তাদের কর্মচারীদের সাথে যে ব্যবহার তা নিয়ে একাধিক মতামত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওগুলির কমেন্ট সেকশনে।

Related Articles