ট্রাম্পের শুল্কযুদ্ধের মাঝেই শেয়ারবাজারে পতন, পড়ল আড়াই হাজার পয়েন্ট
Stock market falls 2,500 points amid Trump's tariff war

Truth Of Bengal: বিশ্ব বাণিজ্যে ঝাঁজ বাড়ছে শুল্ক যুদ্ধের। যার জেরে বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপ করতেই অস্থিরতার আশঙ্কা দানা বেঁধেছে বিশ্ববাজারে। ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপিয়েছে আমেরিকা।
২৬শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যদিও আমেরিকা ইঙ্গিত করেছে, ভারতের ওপর আরোপ করা শুল্কের বোঝা তারা কমাতে পারে। ওষুধ –ওষুধজাত পণ্য,তামা,ইস্পাত,অ্যালুমুনিয়ামে ছাড় দেওয়া হতে পারে। ভারতের সোনা ও রুপোর বাটেও শুল্ক ছাড় দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। এবার সেই শুল্কের টানাপোড়েনের মাঝেই ভারতীয় শেয়ারবাজারে ধাক্কা লাগে।
সোমবার বাজার খোলার পরই দালালস্ট্রিটে রক্তক্ষরণ দেখা যায়। শেয়ারবাজারের সেনসেক্স ২,৫০০পয়েন্ট ও নিফটি ১হাজার কমে যায়। দশ মাসের মধ্যে এটিই দালালস্ট্রিটের বড়সড় পতন। এশিয়ান ইক্যুইটির শেয়ার বিক্রির মাঝে এই সেনসেক্স-নিফটির পতন বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনে অস্থিরতা যখন উঁকি দিচ্ছে,তখন এই শেয়ার বাজারে ধস কাটিয়ে ওঠার চেষ্টা চালায় ভারতীয় শিল্পমহল। এরমধ্যে যুদ্ধকালীন তত্পরতায় মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধে দিল্লি পাল্টা রণকৌশল নিতে চায়। সেজন্য আর্থিকও বাণিজ্যিক স্তরে বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি আপত্কালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতের নীতিকাররা এরমধ্যে দফায় দফায় বৈঠক সেরে নিয়েছে।