ব্যবসা

সি আই আই এর ক্যাপিটাল মার্কেট কনক্লেভ

CII's Capital Markets Conclave

Truth Of Bengal : রাহুল চট্টোপাধ্যায় : বণিক সভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ,সিআইআই এর উদ্যোগে ক্যাপিটাল মার্কেটস্ কনক্লেভ অনুষ্ঠিত হল।

উপস্থিত ছিলেন সি আই আই পূর্বাঞ্চলের ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিস সাব কমিটির চেয়ারম্যান এবং সুমেধা ফিস্কাল সার্ভিসেস লিমিটেড ডিরেক্টর ও প্রখ্যাত শিল্পপতি বিজয় মুরমুরিয়া ,সিআইআই পূর্বাঞ্চলের ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির কো চেয়ারম্যান ও ইণ্ড ক্যাপ এডভাইসরস্ প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর সমীর আগরওয়াল,

বিএসই ইন্ডিয়ার চিফ রেগুলেটরি অফিসার কমলা কে, এনএসই লিমিটেডের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্রীরামকৃষ্ণন, সেবি র হোল টাইম মেম্বার অমরজিৎ সিং, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রকের ফিনান্সিয়াল মার্কেট ডিভিশনের ডিরেক্টর শেখর চৌধুরী, সিআইআই পূর্বাঞ্চলের ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিস সাব কমিটির কো চেয়ারম্যান প্রদীপ পাল ,মার্সিলাস ইনভেসমেন্ট ম্যানেজার প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চিফ ইনভেস্টমেন্ট অফিসার সৌরভ মুখার্জিয়া, হেলিকন কনসাল্টিং এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার বিক্রম লিমসে,
হিন্দকন কেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রখ্যাত শিল্পপতি সঞ্জয় গোয়েনকা, অন্নপূর্ণা স্বাদিস্ট লিমিটেড এর ডিরেক্টর রিতেস সাও ,মেগা থার্ম ইন্ডাকশন লিমিটেডের হোল টাইম ডিরেক্টর ও সি এফ ও শতাদ্রি চন্দ প্রমূখ। বক্তারা ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।