একমাসে বন্ধ ৪.৫ মিলিয়ন এসআইপি অ্যাকাউন্ট, তবে কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবণতা কমছে?
4.5 million SIP accounts closed in a month, but is the trend of investing in mutual funds declining?

Truth Of Bengal: অল্প সময়ে বড় রিটার্নের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে বিবেচনা করা হয় এসআইপি-কে। কিন্তু গত বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে এসআইপি-র জন্য ভাল ছিল না। কারণ ডিসেম্বরে লক্ষ লক্ষ মানুষ নিজেদের এসআইপি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন।
মধ্যবিত্তের জন্য সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগের বিকল্প নামে পরিচিত এই মিউচুয়াল ফান্ড এসআইপি। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে, গত বছরের ডিসেম্বর মাসে ৪.৫ মিলিয়ন এসআইপি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এক মাসে অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে এই সংখ্যাটি এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই বিষয়টি সামনে আসতেই বেশ উদ্বিগ্ন বিনিয়োগ বিশেষজ্ঞরা। কারণ, মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদে বিনিয়োগের প্রতি অনীহা রয়েছে।
এর আগেও অর্থাৎ গত বছরের মে মাসে প্রায় ৪৪,০০০ এসআইপি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। এটিও ছিল সেই সময়ের অ্যাকাউন্ট বন্ধের সর্বোচ্চ রেকর্ড ছিল।ডিসেম্বরের ধাক্কার পর এসআইপি বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রবণতা কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডিসেম্বর মাসে নতুন এসআইপি অ্যাকাউন্টের সংখ্যাও অস্বাভাবিকভাবে কমেছে।