আন্তর্জাতিক

আবারও কেঁপে উঠল লেবানন, ইজরায়েলি হামলায় নিহত ২১

Lebanon shook again, Israeli attack killed 21

Truth Of Bengal: উত্তর লেবাননে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ ব্যক্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ইজরায়েলের সামরিক বাহিনী শিয়া ইসলামপন্থী হিজবুল্লাকে টার্গেট করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় উত্তর লেবাননের আইতুত নামক একটি খ্রিস্টান অধ্যুষিত এলকার আবাসিক ভবনে আঘাত হেনেছে ইজরায়েলের বোমা। স্থানীয়রা জানিয়েছেন, তেল আবিবের হামলার ফলে একটি বাস্তুচ্যুত পরিবার ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিল। ইজরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বেইরুট-সহ লেবাননের সর্বত্র কোনওরকম করুণা ছাড়াই হিজবুল্লাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ঘোষণা করার পরপরই এই হামলার ঘটনা ঘটল।

হিজবুল্লা বলেছে, ইজরায়েলের এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ১৭০০ লেবানিজ প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে ইজরায়েলি বিমান হামলার বেশিরভাগই আঘাত হেনেছে সংখ্যাগরিষ্ঠ শিয়া অধ্যুশিত দক্ষিণাঞ্চলে এবং পূর্বে বেকা উপত্যকায়। এ অঞ্চলটিতে হিজবুল্লার শক্তিশালী ঘাঁটি রয়েছে।

এএফপির এক খবরে বলা হয়েছে, ইজরায়েলের এই হামলায় খ্রিস্টান অধ্যুষিত এলাকার ওই আবাসিক ভবনটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে মরদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছেন। ওই সময় আহত ব্যক্তিদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে লেবাননের সেনাবাহিনী। ইজরায়েলি হামলায় গ্রামটির প্রবেশপথে আগুন ধরে গিয়েছে।

Related Articles