তারকাখচিত প্রিমিয়ার আর নয়, তবে কি বিক্রির পথে ধর্মা প্রোডাকশন? কী জানালেন করণ
No more star-studded premieres, but is Dharma Productions on the way? What did Karan say?

Truth Of Bengal: করণ জোহরের প্রযোজনায় নির্মিত ‘জিগরা’ ছবিটি ১১ অক্টোবর মুক্তি পাবে। আলিয়া ভাট অভিনীত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। তবে ছবির মুক্তির পূর্বে, করণ জোহর এমন এক ঘোষণা করেছেন যা বলিউড তারকাদের অবাক করেছে।
বিস্তারিত বলতে গেলে, করণ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যেখানে তিনি জানান যে ছবির তারকাখচিত প্রিমিয়ার আর আয়োজন করবেন না। এমনকি এই সিদ্ধান্তের জন্য তিনি বলিউড ও সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। বলিউডের অনেকে মনে করছেন, ধর্মা প্রোডাকশন লোকসানের মুখ দেখছে, এবং সেই কারণেই করণ ব্যয়বহুল প্রিমিয়ার থেকে সরে আসছেন। গুঞ্জন রয়েছে যে, লোকসানের কারণে তিনি প্রযোজনা সংস্থার বেশিরভাগ শেয়ার বিক্রি করতে চলেছেন। তবে এ বিষয়ে করণের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি।
‘জিগরা’ ছবিতে বাস্কেটবল খেলা এবং মারধরের দৃশ্য রয়েছে, যেখানে আলিয়া দুর্ধর্ষ অবতারে অভিনয় করেছেন। চরিত্রটি নিখুঁতভাবে উপস্থাপন করতে তিনি প্রশিক্ষিত বাস্কেটবল খেলোয়াড়দের থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং অ্যাকশনের মারপ্যাঁচ শিখেছেন। আলিয়া তাঁর হোমওয়ার্কে কোনও কসরত বাকি রাখেননি। দুর্গাপুজোর মরশুমে ১১ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। নারীশক্তির প্রসঙ্গ যখন সর্বত্র আলোচিত, তখন ‘জিগরা’ বক্স অফিসে কেমন ব্যবসা করবে, তা নিয়ে সকলের নজর থাকবে।