রাজ্যের খবর

হারানো ফোন ফিরে পেল প্রাপকরা, পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ

Recipients got the lost phone back, ordinary people are happy with the role of the police

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: বিভিন্ন সময়ে চুরি এবং হারিয়ে যাওয়া উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল মালিকদের হাতে। মঙ্গলবার নদীয়ার শান্তিপুর থানায় আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোন গুলি ফিরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, দু’বছর তিন বছর আগে ফোন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া বিষয় নিয়ে নদীয়ার শান্তিপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। আর প্রত্যেকের অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোনগুলি উদ্ধারের জন্য চেষ্টা চালাই পুলিশ। সেই মতো মঙ্গলবার শতাধিক ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

জানা গেছে পুলিশের তরফ থেকে প্রত্যেক প্রাপকদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে। অনেকেই হয়তো ভেবেছিলেন হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া ফোন আর হয়তো ফিরে পাবেন না, কিন্তু প্রশাসন সদা তৎপর।

এর আগেও দেখা গেছে পুলিশ এই ধরনের ফোনগুলি উদ্ধার করে ফিরিয়ে দিয়েছিলেন প্রাপকদের হাতে। মোবাইল ফোন ফিরে পেয়ে প্রাপকরা জানাচ্ছেন, পুলিশের এই ভূমিকাতে তারা খুবই খুশি। তারা ভাবতেই পারিনি আবার মোবাইল ফোন ফিরে পাবেন। তবে পুলিশের এই ভূমিকায় অনেকটাই পরিষ্কার, পুলিশ শুধু নিজেদের ডিউটি পালন করেন না, রয়েছে সামাজিক দায়বদ্ধতাও পালন করেন।

Related Articles