দুর্গা দর্শনে স্পেশাল বাস কলকাতায়, বিশেষভাবে সক্ষম-প্রবীণদের আনন্দ সফর
Durga Darshan Special Bus in Kolkata, specially abled-senior pleasure tour

Truth Of Bengal, শেখ ইরশাদ : বিশ্বজনীন উত্সবের আনন্দ উপভোগের ব্যবস্থা করল কলকাতা পুলিশ। উত্সবপ্রেমীদের নিরাপত্তা নজরদারি বাড়ানোর মতোই চালু করা হয়েছে বিশেষ বাস। ২২টি বাসে মণ্ডপ দর্শনের সুযোগ পাচ্ছে দর্শনার্থীরা। বিশেষভাবে সক্ষমদের মতোই সিনিয়র সিটিজেনদের দুর্গা দর্শনের সুযোগ করে দিতে প্রণামের সদস্যদের এই স্পেশাল বাসে জায়গা করে দেওয়া হয়েছে।
পুজো এখন বিশ্বসভার আলো কেড়ে নিয়েছে।ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পর বাংলার পুজো এখন ভুবনগাঁয়ের মানুষদের সাংস্কৃতিক বিনোদনের সুযোগ করে দিচ্ছে।আশা করা হচ্ছে,গতবারের থেকে এবার দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। লক্ষ লক্ষ বিদেশী পর্যটকও উত্সবপ্রেমী বাংলার আনন্দ–অঙ্গনে মিলিত হবেন। সাংস্কৃতিক সংহতির আলোপনা দেওয়া উসবের আঙিনা থেকে উজাড় করে নিতে পারেন তাঁরা। ক্রাউড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তার বহর।
শুধু মহাপুজোর জন্য অতিরিক্ত ১০ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। থাকবেন ট্র্যাফিক পুলিশের অতিরিক্ত ৪ হাজার কর্মী, রাস্তায় থাকবেন সাড়ে পাঁচ হাজার হোমগার্ড। উত্সবকে সর্বাঙ্গ সুন্দর করতে তত্পর প্রশাসন।সেজন্য শহরের নানা জায়গায় থাকবে ২০০পুলিশ পিকেট। নিরাপত্তার বলয় তৈরি করার মতোই পুজো দর্শনের সুযোগ করে দিল কলকাতা পুলিশ। পুজোর জন্য চালু করা হয়েছে ২২টি বাস। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথায় মাথায় রেখে সরকারি বাসে সবধরণের ব্যবস্থাও রেখেছে পুলিশ কর্তারা। বিশেষভাবে সক্ষম থেকে শুরু করে প্রবীণ মানুষ, সবাই এই স্পেশাল বাসে জায়গা পেয়েছেন।
মহালয়া থেকেই ঠাকুর দেখার হিড়িক পড়ে গেছে। হেরিটেজ উত্সবের সুর-তাল-ছন্দে মাতোয়ারা দেশ-বিদেশের মানুষ। তথ্য বলছে,পুলিশের অনুমতি দেওয়া পুজোর সংখ্যা প্রায় ২হাজারের কাছে। যান নিয়ন্ত্রণ করার জন্য ১৮জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মতোই রয়েছেন, ৫৫০জন সার্জেন্ট-সাব-ইন্সপেক্টরের মতোই কনস্টেবলরাও ট্রাফিক সামলানোর কাজে সজাগ রয়েছে। এবার শিশুদের মতোই মহিলাদের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হচ্ছে।
মণ্ডপগুলিতে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে। বিসর্জনের দিন ঘাটেও থাকছে পুলিশের কড়া নজরদারি। দুর্ঘটনা রুখতে পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম থাকছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।