রাজ্যের খবর

পুকুরে দেহ! ন’বছরের ছাত্রীকে ধর্ষণ, খুনে জয়নগরে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

Man detained after Student allegedly raped and murdered in Jaynagar

Truth Of Bengal : কোচিং থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ। এক ন’বছরের ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ওই অভিযুক্তের শাস্তির দাবিতে এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজিত জনতা জয়নগর থানাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ঘটনায় কার্যত উত্তপ্ত জয়নগর।

ধর্ষিতা এবং মৃত শিশুটি হল চতুর্থ শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে খবর, রোজকার মত শুক্রবারও সে মহিষমারিহাট এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। পাশে ছিল বাজার। বাজারেই ছিল বাবার দোকান। টিউশন শেষ হয়ে গেলে শিশুটি তার বাবার সাথে দেখাও করতে গিয়েছিল বলে খবর। তারপর একাই বাড়ি ফিরছিল। কিন্তু ফেরার পথে কে বা কারা তাকে অপহরণ করে বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পর দেহটিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

শিশুর বাবা জানিয়েছেন, ‘‘আমার সঙ্গেই দুপুরে মেয়ে পড়তে গিয়েছিল। ৫টার সময় ছুটি হয়েছিল। বাজারে আমার দোকানে এসে বলেও গেল, ‘বাবা আমি বাড়ি যাচ্ছি।’ ও রোজ একাই বাড়ি ফিরত। কিন্তু আমার মেয়ে আর বাড়িতে ফেরেনি। বাড়ি থেকে খবর পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। কোথাও পাইনি। পরে পুলিশ আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পুকুরের মধ্যে আমার মেয়ের দেহ খুঁজে পেয়েছে। ওইটুকু বাচ্চাকে নির্মম ভাবে হত্যা করেছে। যে করেছে, তাকে আমরা চিনি। পাশের পাড়ায় থাকে সে। দোষীর যেন ফাঁসি হয়, আমরা সেটাই চাই।’’

ঘটনায় শুক্রবারই মৃতের পরিবারের তরফে জয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর দেখা যায়, এক যুবক সাইকেলে করে শিশুটিকে নিয়ে যাচ্ছেন। অভিযুক্ত যুবককে চিহ্নিত করা হয়েছে। এরপর তল্লাশি চালিয়ে রাতেই তাকে আটক করেছে পুলিশ। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দোষীর কঠোর শাস্তির দাবিতে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনায় এখনও উত্তপ্ত জয়নগর।

Related Articles