আগত নির্বাচনে অংশ নিচ্ছেন হাসিনা? কী জানালেন জয়
Is Hasina participating in the upcoming elections? What did Joy say?

Truth Of Bengal : চলতি বছরের ৫ আগস্ট ছাত্র, জনতা ও সেনাবাহিনীর বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ ছেড়ে প্রাণভয়ে দিল্লিতে পালিয়ে আসেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের কয়েকদিন পর ওপার বাংলার গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্ব দেন নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের কাছে বহু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন পক্রিয়া শুরুর বিষয়ে জানতে চান। এবার সেই আবহে সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন সজীব ওয়াজেদ জয়।
সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশের আগত নির্বাচনে শেখ হাসিনা অংশ নেবেন কি না! সে সময় হাসিনাপুত্র বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।
বৃহস্পতিবার নিজের সেই সাক্ষাৎকারে জয় বলেন, ওদেশের বর্তমান পরিস্থতি নিয়ে শেখ হাসিনা অনেক হতাশ ও বিচলিত। হাসিনার ধারনা তার ১৫ বছরের এত প্রচেষ্টা সব ব্যর্থ হওয়ার পথে।
এই সাক্ষাৎকারে তিনি কোটা আন্দলনের প্রসঙ্গ টেনে তাদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনা নিয়ে বলেন, “আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি। হোয়াটস অ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম, ৩০ শতাংশ কোটা অনেক বেশি। এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত।”
কোটা আন্দোলনকালে নিজের মায়ের প্রশাসনের ভুলের কথা স্বীকার করে নিয়েছেন জয়। এর সাথে বেশিরভাগ হতাহতের কারণ হল সন্ত্রাস বলে দাবি করে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার দিকেও তিনি ইঙ্গিত করেন।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনত সম্ভব নয়।”