নাম বদলাচ্ছে শিয়ালদহ স্টেশনের? রেলমন্ত্রীকে আর্জি বিজেপি সাংসদের
Changing the name of Sealdah station? BJP MP appeals to Railway Minister

Truth Of Bengal: Saif Khan: রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব করেছেন, যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হবে। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনে তিনি এই দাবি জানান। এই প্রস্তাব নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে শমীককে সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বুধবার রেলমন্ত্রী একাধিক রেল প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসেন। অনুষ্ঠানে সাংসদ শান্তনু ঠাকুর, শমীক ভট্টাচার্য সহ অন্যান্য নেতানেত্রী উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর নসিপুর রেলব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। রেলমন্ত্রী দাবি করেন, রাজ্যে রেলপ্রকল্পের উন্নয়নে গত ১০ বছরে ১৩ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে রাজ্যের তরফে জমি দেওয়ার ক্ষেত্রে অসহযোগিতা প্রকল্পের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। জমির সমস্যা মিটলে প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং রাজ্যের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ওই অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব রাখেন। এই প্রস্তাব নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের উন্নয়নে অনেক কাজ করেছেন, যা বিজেপি সরকার করতে পারেনি। একের পর এক দুর্ঘটনা ঘটছে, তাই আগে যাত্রীসুরক্ষা নিশ্চিত করা উচিত, তারপর নাম পরিবর্তন করা যেতে পারে।”