রাজ্যের খবর

ভয়াবহ আগুনের গ্রাসে শিলিগুড়ি বিধান মার্কেট, ব্যাপক ক্ষতির আশঙ্কা

Siliguri Bidhan Market engulfed in a terrible fire, fear of massive damage

Truth Of Bengal : শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ আগুন। শনিবার সকালে মার্কেটে আগুন ধরে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে সাহায্য করছেন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে। একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। পুজোর আগে এই আগুন লাগায় ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয় সূত্র অনুযায়ী, সকাল প্রায় ১০টার সময় মার্কেটে আগুন লাগে। প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে এবং তা দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় ৮ থেকে ১০টি দোকান পুড়ে যায়। আগুনের কারণ স্পষ্ট নয়, তবে প্রাথমিক ধারণা অনুযায়ী শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীরা প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র গৌতম দেব।

Related Articles