বিনোদন

দীর্ঘ ৯ বছর পর আবারও ভারতে আসতে চলেছে ‘কোল্ডপ্লে’

After 9 long years, 'Coldplay' is coming to India again

Truth Of Bengal: ৯ বছর পর ভারতে আসতে চলেছে ‘কোল্ডপ্লে’৷ আনন্দে উচ্ছ্বাসিত অনুরাগীরা। ২০২৫ সালে ভারত এক ঐতিহাসিক মুহূর্তের সক্ষী থাকতে চলেছে তা বলায় যায়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে এই সংবাদ, আর তেমনি বিক্রি হচ্ছে টিকিটও। ২৫০০ ছাড়িয়ে ৩০০০ আর সেখান থেকে টিকিটের দাম গিয়ে পৌঁছেছে ১-২ লাখ টাকাতে। সব থেকে বেশি ১২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এই টিকিট। রবিবার বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে টিকিট৷

কোল্ডপ্লের ‘লেট সাম্বডি গো’ প্রমুখ খ্যাতি অর্জন করা গানগুলির জন্য তাদের ‘মিউজিক অফ দ্য স্পিয়ার্স ওয়ার্ল্ড ট্যুর’ বিশ্বজুড়ে বেশ নাম করেছে। শুরতে ২০২৫ সালের জানুয়ারিতে ১৮ ও ১৯ তারিখ মুম্বইয়ে তারা দুটি শো করবে জানিয়েছিল। কিন্তু ব্যাপক চাহিদার জেরে ২১ জানুয়ারি তাদের তৃতীয় শোয়েরও ঘোষণা করেছে। তবে এত কিছুর পরেও ভক্তই হতাশ, অনেকেই টিকিট পাননি।

প্রসঙ্গত, সেই ২০১৬ সালে ভারতে এসেছিল ব্রিটিশ এই রক ব্যান্ড৷ এবার অর্থাৎ দীর্ঘ ৯ বছর পর নতুন বছরে নতুন উপহার নিয়ে আসতে চলেছে কোল্ডপ্লে। এবার আরও একবার তাদের পথ চলার সঙ্গী হতে চলেছে। রবিবার বেলা ১২টা থেকে সেই উপলক্ষ্যে শুরু হয়েছিল টিকিট বুকিং। তারপর কিন্তু বুকিং শুরু হতে না হতেই সাইটে সমস্যা দেখা দেয়। যার জন্য বহু অনুরাগী পেমেন্ট করতে গিয়েও ফিরে এসেছে নিরাশ হয়ে। অনেকে আবার ভার্চুয়াল কিউও উৎরে উঠতে পারেননি। বর্তমানে ভক্তরা হতাশ হয়ে রয়েছেন।

Related Articles