দুর্গাপুজো ২০২৪রাজ্যের খবর

৪৫৬ বছর পার! আন্দুলের দত্ত চৌধুরী বাড়িতে রয়েছে বিশেষ এই রীতি

Pass 456 years! Anduler Datta Chowdhury house has this special custom

Truth Of Bengal : ৪৫৬ বছরেও নিয়ম নীতিতে একটুও ভাটা পড়েনি। সমান ঐতিহ্যে আজও আন্দুলের দত্ত চৌধুরী বাড়িতে পুজো হয়ে আসছে দুর্গার। আর মাত্র দিন কয়েক বাকি পুজোর। সেকারণে ব্যস্ততাও এই মুহূর্তে তুঙ্গে। চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ।

নেই জমিদার, নেই জমিদারী প্রথা। তবে ৪৫৬ বছর ধরে একইভাবে ঠাঁই দাঁড়িয়ে আছে দুর্গা দালান। হাওড়ার আন্দুলের দত্ত চৌধুরী বাড়ির দুর্গাপুজোতে রয়েছে নানান রীতি নীতি। নিয়ম নীতিতে পড়েনি একটুও ভাটা। আজও সমানভাবে পালন করা হয় ৪৫৬ বছরের পুরনো সেই নিয়ম নীতি। আর এই মুহূর্তে এই জমিদার বাড়ির দুর্গা দালানে সেজে উঠছে উমা। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক,গণেশকে নিয়ে সেজে উঠছে দুর্গা। আর এই কাজ শুরু হয়েছে জন্মাষ্টমীর দিন থেকেই। দত্ত চৌধুরীদের এই পুজোতে পড়শিরাও সামিল হন। খড় বাঁধা থেকে দুর্গার রণসজ্জায় সজ্জিত হয়ে ওঠার সাক্ষী থাকেন পড়শিরাও।

দত্ত চৌধুরী বাড়িতে দেবীর বোধন হয় কৃষ্ণনবমী তিথিতে। অষ্টমী তিথিতে দেবীকে কালো প্রদীপ দিয়ে আরতি করার প্রথা আজও হয়ে আসছে। তার কারণ জীবন থেকে অন্ধকার দূর করে আলোকিত করে তোলাই উদ্দেশ্যে ।  নবমী তিথিতে পশু বলি প্রথা থাকলেও কোনো কারণে তা বন্ধ হয়ে চাল কুমড়ো, আঁখ বলির সাথে শত্রু বলি প্রথা পালন করে আসছেন এই বাড়ির বর্তমান সদস্যরা । চালের গুঁড়ো  দিয়ে মানুষ আকৃতি রূপ দিয়ে বলি দেওয়ার রীতিই হচ্ছে শত্রু বলি।

Related Articles