আন্তর্জাতিক

মেয়াদ শেষের আগে জাতিসংঘে শেষবারের মতো ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

US President Biden will address the United Nations for the last time before the end of his term

Truth Of Bengal : প্রেসিডেন্ট নির্বাচনের আবহে বিশ্ববাসীর কাছে মার্কিন মুলুক বর্তমানে বেশ চর্চিত। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ৭৮ বছর বয়সী জো বাইডেনের হাতে আর মাত্র চার মাসের মেয়াদ বিদ্যমান, মেয়াদ পূর্ণ হলেই প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেবেন তিনি। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি তাঁর শেষ ভাষণ দেবেন। এমনটা এখানে গিয়েছে এক সংবাদ সংস্থা থেকে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদে আর কখনো বাইডেনের দাঁড়ানোর সম্ভাবনা তেমন নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শুধুমাত্র সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান অথবা তাদের অনুমোদিত কোনো প্রতিনিধি বক্তব্য রাখতে পারেন অন্য কেউ না।

ইতিমধ্যেই বাইডেন মার্কিন বিমান বাহিনীর এয়ারফোর্স ওয়ান বিমানে বসে ওয়াশিংটন থেকে নিউইয়র্কে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়েরে ফ্লাইট ছাড়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘এখন বহু সমস্যায় জর্জরিত বিশ্ব। আমাদের প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদে বলবেন, আমরা কিভাবে পারস্পরিক ঐক্যের ভিত্তিতে সেই সব সমস্যার মোকাবিলা করতে পারি যেগুলি জাতিসংঘ সনদের গুরুত্ব লঙ্ঘন করেছে। এছাড়া আপনারা জানেন যে, গাজায় যুদ্ধ-বিরোধের জন্য আমরা বেশ কয়েক মাস ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনো সাফল্যের মুখ দেখা যায়নি। তবে আমার বিশ্বাস সেখানেই কোথায় যুদ্ধ বিরোধী হতে বেশি দেরি নেই।’

উল্লেখ্য, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে বাইডেন নেই, তার পরিবর্তে  ডেমোক্র্যাট দলের তরফ থেকে লড়াইয়ে রয়েছেন কমলা হ্যারিস। আর তার বিপরীতে রিপাবলিকান দল থেকে রয়েছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প অপরদিকে।

Related Articles