রাজ্যের খবর

গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অমান্য করে দেদার চলছে বালি-পাথর পাচার, গ্রেফতার ২

Sand-stone smuggling going on in Dedar in defiance of Green Tribunal, 2 arrested

Truth Of Bengal : গ্রিন ট্রাইবুনালের নির্দেশ ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত নদী থেকে বালি, পাথর তোলা যাবেনা। তবে সেই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছিল অবৈধভাবে বালি পাথর পাচার। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ।

এরপর সেখানে বালি পাথর বোঝাই দুটি ট্রাক্টর আটক করে। চালকদের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালকরা কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুজন ট্রাক্টরের চালকদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ‌ধৃতদের নাম আনন্দ মাহাতো (২৪) অভিষেক মাহাতো (২২)। দুজনেই বিহারের চুল্লি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ বালি, পাথর চেংগা নদী থেকে তুলে উত্তর দিনাজপুরের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন ধৃত দুজনকে শিলিগুড়ি মহাকুমা আদতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেমেছে বিধান নগর থানার পুলিশ। পাশাপাশি বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ বালি পাথরের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

Related Articles