হেলমেট পরেই করা যাবে ফোন, শোনা যাবে গান, নয়া মডেলের হেলমেট আনল Ather
Ather has launched a new model helmet that can be used to make phone calls and listen to music

Truth Of Bengal: এবার হেলমেটের মাধ্যমেই করা যাবে ফোন। গানও শোনা যাবে। ভারতের জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার স্টার্টআপ Ather Enrgy তাদের এথার হ্যালো হেলমেট হার্মান কার্ডনের ডুয়াল স্পিকার এবং একটি ইন্টিগ্রেটেড মাইক্রোফোনযুক্ত হেলমেট আনল।
ফলে স্কুটার চালাতে চালাতে কল রিসিভ করা বা গান শোনা আরও সুবিধার হল। হেলমেটটি ব্লুটুথের মাধ্যমে কোম্পানির ইলেকট্রিক স্কুটারের সঙ্গে সংযুক্ত করা যাবে। স্কুটারচালক তাঁর স্মার্টফোনের সঙ্গে হেলমেট যুক্ত করতে পারবেন। হেলমেটে ওয়্যারলেস ছাড়া চার্জিংয়ের সুবিধা আছে। ওয়্যারলেস মডিউল হেলমেটের পেছনে থাকবে। এটি সিটের তলায় স্টোরেজ সেকশনে চার্জ করা যাবে।
ব্যাটারি ব্যাকআপ এক সপ্তাহ ধরে থাকবে৷ পাশাপাশি, Ather Halo স্মার্ট হেলমেট রেঞ্জের দাম ৩,০০০ টাকা কমানোর ঘোষণা করেছে। তবে সবার জন্য নয়, আর্লি বার্ড কাস্টমারদের জন্য এই অফার এনেছে সংস্থা। এই বছর এপ্রিলে এথার কমিউনিটি ডে’তে যারা স্মার্ট হেলমেটটি বুক করেছিলেন তাঁরাই একমাত্র ছাড়ে কিনতে পারবেন।
Ather Halo হেলমেট আর্লি বার্ড গ্রাহকদের জন্য ৯,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। সেখানে সাধারণ ক্রেতাদের খরচ পড়বে ১২,৯৯৯ টাকা। এটি ফুল-ফেস ভার্সনের দাম। হাফ-ফেস ডিজাইনের মডেলটির দাম ৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই হেলমেট ISO ও DOT সার্টিফায়েডযুক্ত।