রাজ্যের খবর

ফের সিজিওতে অভীক, বিরূপাক্ষ

Again Abhik, Virupaksha in CGO

Truth Of Bengal : আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছেন সিবিআই সে কারণে টালা থানার এসআইকে তলব করা হয় সিবিআই এর তরফে। রবিবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। এই মামলাতে জিজ্ঞাসাবাদ করার জন্য বিরুপাক্ষ বিশ্বাস, অভিকরাও শনিবারের পর রবিবার ফের হাজির হন সিজিওতে।

৯ আগস্ট দেহ উদ্ধারের ঘটনার পর অকুস্থলে ছিলেন বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। তাদেরকে ২১ তারিখ মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর সিবিআই আবারও ২২ তারিখ জিজ্ঞাসাবাদ করল । এই দুজন হাসপাতালে কর্মরত না হলেও কেন ঐদিন হাসপাতালে গিয়েছিলেন সেটা নিয়ে মূলত প্রশ্ন ওঠে। এই দুজন ছাড়াও চিকিৎসক সৌরভ পালও কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হন।‌

বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ ঘটনা দিন কেন গিয়েছিলেন আরজি করে? অভীক দে বর্ধমান মেডিকেল কলেজের আর এম ও পদে ছিলেন তিনিই বা কেন ছিলেন ঘটনার অকুস্থলে? সেইসব প্রশ্নের উত্তর চাইছে সিবিআই। সিন অফ ক্রাইম রক্ষা হয়নি বলেই তদন্তকারীরা দাবি করছে।