জলপাইগুড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা
Administrative officials visiting the Puja Mandap at Jalpaiguri

Truth Of Bengal : জলপাইগুড়ি : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর বাকি রয়েছে হাতেগোনা মাত্র কয়েকদিন। আর এই মুহূর্তে জোরকদমে পূজামণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে চেক বিলি করাও শুরু হয়ে গেছে। আর এবার জেলাশাসক এবং পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার ধূপগুড়ি শহরের বিভিন্ন নির্মীয়মান পূজা মন্ডপ পরিদর্শন করলেন মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই মুহূর্তে বিভিন্ন পুজো মণ্ডপ তৈরি করার কাজ চলছে।
কাজেই সেগুলোতে যদি কোন রকম খামতি থাকে এই কারণে আগেভাগে প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হচ্ছে। প্রয়োজনে ভুল ত্রুটি এখনই শুধরে নিতে হবে। পুজো মণ্ডপে প্রবেশ এবং বেরোনোর রাস্তা অনেকটাই চওড়া রাখতে বলা হয়েছে। সেই সমস্ত কিছু সঠিকভাবে করা হচ্ছে কিনা এই সবকিছু দেখার জন্যই এদিন প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। মহকুমা শাসকের পাশাপাশি পুরো প্রশাসনিক মন্ডলির ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই সাথে বিদ্যুৎ এবং অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরাও সমস্ত বিষয় সরজমিনে খতিয়ে দেখেন।