শিলিগুড়ি পাচারের আগেই উদ্ধার একাধিক মহিষ, গ্রেফতার অভিযুক্ত
Several buffaloes were recovered before being smuggled to Siliguri, accused arrested

Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : মহিষ পাচার রুখল পুলিশ। শুক্রবার গোপন সূত্রের খবর এই ভিত্তিতে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। পুলিশ চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলেন তবে কন্টেনারে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া মহিষ খোয়ারে পাঠায় পুলিশ। ধৃতের নাম এমডি ফারমান আলম (২৪)। সে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকার বাসিন্দা। বিধান নগর থানার পুলিশ সূত্রে ওই কন্টেইনার থেকে মোট ৪৭ টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেমেছে বিধান নগর থানার পুলিশ। এর পাশাপাশি বিধাননগর থানার পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অবৈধ গরু ও মহিষ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।