শাহরুখকে ছাপিয়ে গেল শ্রদ্ধা-রাজকুমার জুটি! সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি ‘স্ত্রী ২’
Shraddha-Rajkumar duo overshadowed Shah Rukh! Highest Grossing Hindi Film 'Stri 2'

Truth Of Bengal: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শ্রদ্ধা-রাজকুমার জুটির হরর কমেডি ছবি স্ত্রী। তার পর থেকেই এই ছবির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা। দীর্ঘ অপেক্ষার পরে ২০২৪ এর ১৫ আগস্ট মুক্তি পায় স্ত্রী ২। মুক্তির পর থেকেই বক্স অফিস ঝড় তোলে স্ত্রী ২।
তবে ছবিতে শ্রদ্ধা না রাজকুমার কার জন্য দর্শকরা হল মুখি তা নিয়ে বিতর্ক কম হয়নি। তবে সেই সব বিতর্কে মানুষ পাত্তা না দিয়ে বক্স – অফিসে ঝড় তুলে গেছে স্ত্রী ২। একের পর এক ছবির বক্স অফিসে কালেকশনের রেকর্ড গুড়িয়ে দেশের বাজারে সবচেয়ে আয় করা হিন্দি ছবি উঠেছে স্ত্রী ২। শাহরুখের জওয়ান ছবিকেও পিছনে ফেলেছেন স্ত্রী ২। প্রযোজনা সংস্থা ম্যাডাক এই খবরটি নিশ্চিত করেছেন। যে স্ত্রী ২ ‘সর্বকালের এক নম্বর হিন্দি ছবি’।
বুধবার প্রযোজনা সংস্থা ম্যাডাকের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টার শেয়ার করা হয়। পোস্টারে লেখা রয়েছে ‘ভারতীয় বক্স অফিসের সর্বকালের সেরা এক নম্বর হিন্দি ছবি!’ ক্যাপশনে লেখা, ‘ওহ স্ত্রী হ্যায় অউর উসনে আখির কর দিখায়া… হিন্দুস্তান কি সব সে সর্বশ্রেষ্ঠ (তিনি স্ত্রী এবং তিনি অবশেষে করে দেখালেন করেছেন … ভারতের সর্বকালের এক নম্বর হিন্দি ছবি)’।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোশ্যাল মিডিয়াতে স্ত্রী ২ ছবির একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ‘স্ত্রী টু ইতিহাস গড়ল… সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠে… জওয়ানের আয়কে ছাপিয়ে গেল । পরবর্তী ধাপ ৬০০ কোটির ক্লাব। শুক্র ৩.৬০ কোটি, শনি ৫.৫৫ কোটি, রবি ৬.৮৫ কোটি, সোম ৩.১৭ কোটি, মঙ্গল ২.৬৫ কোটি। মোট: ৫৮৬ কোটি টাকা’। প্রথম হিন্দি ছবি হিসাবে হয়ত খুব শীঘ্রই ৬০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে এই ছবি।’ Sacnilk.com এর রিপোর্ট অনুযায়ী হিন্দি, তামিল ও তেলেগু ভাষা মিলিয়ে জওয়ানের লাইফটাইম কালেকশন ৬৪০.২৫ কোটি টাকা। শুধু হিন্দিতে জওয়ানের লাইফটাইম কালেকশন ৫৮২.৩১ কোটি টাকা।
উল্লেখ্য, কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধা – রাজকুমারের পাশাপশি দেখা গিয়েছে রাজকুমার পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানারা। এছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার।