রাজ্যের খবর

ইডির পর ভাঙড়ের রেশন গোডাউনের অবৈধ নির্মাণ ভাঙতে হাজির ভূমি রাজস্ব দপ্তর

After the ED, the Land Revenue Department appeared to demolish the illegal construction of the ration godown in Bhangar

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনা, জাহেদ মিস্ত্রী: রেশন দূর্নীতির তদন্তে ভাঙড়ের GP AGRO Food Product PVT LTD নামে একটি রাইস মিলে হানা দিয়েছিল ইডি তথা ইনফোসমেন্ট ডিরেক্টর। এবার সেই রাইস মিলে ভাঙড় থানার পুলিশ কে নিয়ে হানা দিলো ভুমি রাজস্ব দপ্তর। অভিযোগ, এই রাইস মিলের দুই মালিক আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নূর রহমান ওরফে মুকুল তারা সরকারি খাস জমি জবরদখল করে রাইস মিল তৈরি করেন।

তা নিয়ে ভুমি দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। ঘটনার তদন্তে নামে ভুমি দপ্তর। বারুইপুর মহাকুমা শাসকের নির্দেশে সরকারি জমি পুনুরুদ্ধার করতে ভাঙড়ের জাগুলগাছিতে অবস্থিত রাইস মিলে হানা দেয় ভাঙড় থানার পুলিশ সহ ভাঙড় ১ নম্বর ব্লকের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। জমি মাপজোপ করা হয়। উল্লেখ্য, এই রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি জমি দখল করা নিয়ে সরব হন ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব।

অভিযোগ, তৎকালীন জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদ এর প্রচ্ছন্ন মদতে রাইস মিল কর্তৃপক্ষ এই সরকারি জমি জবরদখল করে রাইস মিল গড়ে তোলেন। তার জন্য কাইজারের বিরুদ্ধে জমি চুরি করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। কাইজারের বিরুদ্ধে রাইস মিলের সামনে চোর চোর শ্লোগান তোলেন তৃণমূল কর্মীরা।

Related Articles