রাজ্যের খবর

শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম

Siliguri Purnigam demolished the illegal construction in the sixth ward of Siliguri

Truth Of Bengal: শিলিগুড়ি, বিশ্বজিৎ সরকার: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সরকারি জমি দখল থেকে শুরু করে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনকে করা হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পরেই লাগাতার অভিযান চালাচ্ছে পুরনিগম থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। বুধবার শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডে একটি পুরোনো বহুতলে তৈরি হওয়া নবনির্মিত অবৈধ নির্মান ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম।

জানা গিয়েছে ওই বহুতল রঙ ও মেরামতের কাজের জন্য পুরনিগমের অনুমতি নেওয়া হয়েছিল। এরপর শুরু হয় মেরামতি, তবে অভিযোগ মেরামতের নামে ওই বহুতলে লিফট সহ অবৈধ নির্মান তৈরি করা হচ্ছিল এবং এই খবর পৌঁছায় পুরনিগম। যদিও খবর পেয়েই পুরনিগমের তরফে অবৈধ নির্মান ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়। তবে মালিক কোনো কথা শোনেননি। এরপরেই এদিন সেই বহুতলে অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম।

অপরদিকে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। শিলিগুড়ি পুরনিগম সূত্রে জানা গিয়েছে, অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। মেয়র গৌতম দেব বলেন যে বিল্ডিংটা রয়েছে তা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। পুরনিগমের তরফ থেকে নোটিশ করা হয়েছিল এরপর পুরনিগম তার কাজ করছে।

Related Articles