রাজ্যের খবর

টানা নিম্নচাপের বৃষ্টিতে ভাঙল তারাফেনী নদীর ঢোলভাঙা কজওয়ে

Dholvanga causeway of Tarafeni river broke due to continuous low pressure rain

Truth Of Bengal : ঝাড়গ্রাম : শুক্রবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টি হয় জেলাজুড়ে। ফলস্বরূপ সময় যত গড়িয়েছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত নদীগুলির জলস্তর ততই বেড়েছে। যার ফলে নদী গুলির উপর দিয়ে থাকা কজওয়েগুলি ধীরে ধীরে জলের তলায় যেতে শুরু করে। রবিবার দুপুরের পর কজওয়েগুলি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। অতিরিক্ত জলের তোড়ে ভাঙল তারাফেনী নদীর ঢোলভাঙা কজওয়ে। কজওয়ের উপর থাকা ঢালাইয়ের আস্তরণে ভাঙ্গন ধরে এবং জলের তোড়ে সেগুলি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে যায়।

ঝাড়গ্রামের বিনপুর হাড়দা হয়ে বাঁকুড়ার রাইপুর বকসী যাতায়াত সম্পূর্ণরূপে ব্যাহত ও বিচ্ছিন্ন। ঝাড়্গ্রাম লাগোয়া বাঁকুড়া সীমান্ত বর্তী এলাকার মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। বিপদ এড়াতে নদীর দুই প্রান্তেই মোতায়ন করা রয়েছে সিভিক পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে চার চাকা সহ মালবাহী গাড়িগুলির যাতায়াত।

Related Articles