দুই সন্তানকে কোলে নিয়ে বিচ্ছেদের এক বছর উদযাপন পরীমনির!
Parimani celebrates one year of separation with two children!

Truth Of Bengal: বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণি। অভিনেত্রী পরীমণি কেবল তাঁর কাজের জন্য নয়, ব্যক্তিগত জীবনের জন্য হামেশাই খবরের শিরোনামে উঠে আসেন। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদ কোনো কিছুতেই রাখঢাক রাখতে পছন্দ করেন না অভিনেত্রী। তবে এবার পরীমণির কান্ড দেখে অবাক হলেন সকলে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার এক বছর কাটতেই ডিভোর্স অ্যানিভার্সারি পালন করলেন বাংলাদের চর্চিত এই অভিনেত্রী। শুধু তাই নয় দুই সন্তানকে কোলে নিয়ে নিজের সমাজ মাধ্যমে ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
এদিনই মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন পরী। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন “আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।
আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।” তিনি আরও লিখেছেন “আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া । আমারা ভালো আছি । হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী।”
উল্লেখ্য চলতি বছরেই পরীমণি কলকাতাতে এসেছিলেন তার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য। ছবির নাম ‘ফেলুবক্সী’ । এই ছবির হাত ধরে প্রথমবার টলিউডে পা রাখতে চলেন পরী। এই থ্রিলার ঘরানার ছবিতে পরী সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এপার বাংলার সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। ছবির পরিচালনা করেছেন দেবরাজ সিনহা।